গল্পগুলো আরও জানুন ইতিহাস মাস নভেম্বর, 2012
হোমসঃ ধবংসের মুখে সিরীয় বিপ্লবের এক শহর
সিরিয়ার হোমস নামক শহরটি ৪,৩০০ বছরের পুরোনো এবং দেশটির তিনজন রাষ্ট্রপতির আদিবাস। হোমস হচ্ছে সিরিয়ার সেই সমস্ত নগরের মধ্যে প্রথম যার হাজার হাজার নাগরিক সিরিয়ার শাসকের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনে রাস্তায় নেমে আসে। মাসের পর মাস জুড়ে বোমা বর্ষণের ফলে সৃষ্ট প্রচণ্ড ধবংসের চিহ্ন বিনষ্ট ঐতিহাসিক ভবন ও স্থাপত্য, শত শত উদ্বাস্তু নাগরিক এবং হাজার হাজার ব্যক্তির শহীদ হওয়ার মত ঘটনার মাঝে দৃশ্যমান হচ্ছে।