গল্পগুলো আরও জানুন ডিজিটাল অ্যাক্টিভিজম মাস নভেম্বর, 2011
মিসর: ব্লগার আলা আব্দ এল ফাত্তাহ ১৫ দিনের জন্য অন্তরীণ
সামরিক আইনজীবী কর্তৃক জিজ্ঞাসাবাদের বৈধতাকে চ্যালেঞ্জ করে জিজ্ঞাসাবাদে অসম্মতি জ্ঞাপন করার কারনে সক্রিয়তাবাদী ও ব্লগার আলা আব্দ এল ফাত্তাহকে ১৫ দিনের জন্য অন্তরীণ রাখা হয়েছে। তিনি আজ তাঁর সতীর্থ সক্রিয়তাবাদী বাহা সাবের কে সাথে নিয়ে সামরিক আইনজীবী সহযোগে আদালতে হাজির হন। এ সময় বাইরে তাঁর সমর্থকেরা সামরিক আদালতের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।