গল্পগুলো আরও জানুন যুক্তরাজ্য মাস ডিসেম্বর, 2014
ব্রিটেনের জনপ্রিয় টপ গিয়ার শো অনুষ্ঠান ফকল্যান্ড নামক ক্ষতের কারণে আর্জেন্টিনায় ততটা জনপ্রিয় নয়
অক্টোবরে বিবিসির টপ গিয়ার অনুষ্ঠান, শুটিং স্থলে চলচ্চিত্র ধারণ করার সময় ফকল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র এবং আর্জেন্টিনার মধ্যে যে শত্রুতা, তা আরো বাড়িয়ে তোলে। তারা সে সময় যে অনুষ্ঠান ধারণ করেছে তা এই সপ্তাহান্তে প্রদর্শিত হবার কথা রয়েছে।