গল্পগুলো আরও জানুন সুদান মাস আগস্ট, 2013
বাই সাইকেল থাকার অপরাধে ইসরাইলে একজন সুদানী উদ্বাস্তুর আটকাদেশ
বাই সাইকেলের রসিদ না থাকায় ইসরাইলী পুলিশ দারফুরের রাজনৈতিক আশ্রয়প্রার্থী অভিনেতা বাবাকের (বাবি) ইব্রাহিমকে গ্রেফতার করেছে, ধারনা করা হয়েছে সাইকেলটি চুরি করা হয়েছে।বিচারবিহীনভাবে তাকে অন্তরীণের বিষয়টি তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাঁর মুক্তির দাবিতে রাজপথে ও অনলাইনে প্রচারনা চলছে।