গল্পগুলো আরও জানুন দক্ষিণ সুদান মাস ফেব্রুয়ারি, 2014
দক্ষিণ সুদানের যে ব্যাপারগুলো আমি পছন্দ করি
মানব দুর্বিপাক এবং কষ্ট সত্ত্বেও বিশ্বের নবীনতম জাতি দক্ষিণ সুদানের মানুষদের অবিরাম সংগ্রামের মুখোমুখি হতে হচ্ছে। দক্ষিণ সুদানের জনগণ ও দক্ষিণ সুদানের বন্ধু প্রতিমরা টুইটারে #দক্ষিণসুদানেরযেব্যাপারগুলোআমিপছন্দকরি হ্যাশট্যাগের মাধ্যমে দেশের প্রতি তাঁদের ভালোবাসা বহিঃপ্রকাশের একটি পদক্ষেপ নিয়েছে।