মানব দুর্বিপাক এবং কষ্ট সত্ত্বেও বিশ্বের নবীনতম জাতি দক্ষিণ সুদানের মানুষদের অবিরাম সংগ্রামের মুখোমুখি হতে হচ্ছে। দক্ষিণ সুদানের জনগণ ও দক্ষিণ সুদানের বন্ধু প্রতিমরা টুইটারে #দক্ষিণসুদানেরযেব্যাপারগুলোআমিপছন্দকরি হ্যাশট্যাগের মাধ্যমে দেশের প্রতি তাঁদের ভালোবাসা বহিঃপ্রকাশের একটি পদক্ষেপ নিয়েছে।
গত ১৬, ডিসেম্বর ২০১৩ তারিখে দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচেরের অনুগত সৈন্যরা একটি অভ্যুত্থানের চেষ্টা করলে সেখানে গৃহযুদ্ধের সূচনা হয়।
দক্ষিণ সুদানের কোন বিষয়গুলো মানুষ পছন্দ করে তা এখানে উঠে এসেছেঃ
when my “all-season” airstrip (one of the better ones in the region) became a lake. #thingsiloveaboutSouthSudanpic.twitter.com/x51DeBicf7
— viadya (@viadya) January 16, 2014
আমার “সব ঋতুর” এয়ারস্ট্রিপ (এই অঞ্চলের সবচেয়ে ভালটি), যখন একটি হ্রদ হয়ে ওঠে।
The horns on their cows #ThingsILoveAboutSouthSudan (unoriginal I know, but seriously, they're amazing) pic.twitter.com/iYCcok7aOo
— John Fenning (@berniefenning) January 15, 2014
তাদের গরুর শিং (প্রকৃতই আমি জানি না, কিন্তু সত্যিকার অর্থে, সেগুলো খুবই চমৎকার)।
This girl who greets me with “Morning! Morning!” no matter the time of day. #thingsiloveaboutSouthSudan#SouthSudanpic.twitter.com/afe7rD55B3
— Ryan Musser (@gringo_loco) January 15, 2014
এই মেয়েটি যে আমাকে “মর্নিং! মর্নিং!” বলে অভিবাদন জানায়, সেটি দিনের কোন সময় তা ব্যাপার নয়।
Cows w horns shaped like lyres. Trees w bark the colour of koi. Scrabble set made of matchboxes #thingsiloveaboutSouthSudan
— Stephanie Nolen (@snolen) January 12, 2014
গরুগুলোর শিং দেখতে তারের বাদ্যযন্ত্র লাইরের মত। গাছের বাকলের রং কই মাছের মত। ম্যাচবক্স দিয়ে স্ক্র্যাবল সেট তৈরি করা হয়।
The 64 tribes. #ThingsILoveAboutSouthSudan
— Waging Peace. (@modernemeid) January 18, 2014
উপজাতিদের ৬৪ টি সম্প্রদায়।
Appreciation of height. Tall=graceful. Anyone under 5'10 is short (myself included). #thingsiloveaboutSouthSudanpic.twitter.com/Wkk3fYPh7N
— Aguil Lual Blunt (@AguilB) January 15, 2014
উচ্চতার সমদার। লম্বা = মাধুর্যমণ্ডিত। উচ্চতায় ৫’১০ এর কম হলেই যে কেউ (আমি সহ) খাট।
#thingsiloveaboutsouthsudan The entire village comes out when you get a flat tire. pic.twitter.com/Q8SB70tluY
— James Turitto (@Sunday_Jimmy) January 15, 2014
সমগ্র গ্রামে চলে আসে যখন আপনার গাড়ীর টায়ার রাস্তায় দেবে যায়।
#ThingsILoveAboutSouthSudan: Moving house pic.twitter.com/cQgm15GlU0
— Jonah Leff (@jonahleff) January 17, 2014
ঘূর্ণয়মান বাড়ি
This guy who likes his office chair so much he rides it to and from work #ThingsILoveAboutSouthSudanpic.twitter.com/PGAUDZtSyY
— John Fenning (@berniefenning) January 15, 2014
এই লোকটি যিনি তার অফিসের চেয়ারগুলো এতোই পছন্দ করেন যে, সেগুলো বাড়ি থেকে আনা নেওয়া করেন।
#thingsiloveaboutsouthsudan boon (coffee) made with spices, boiled on charcoal, with 4 spoonfuls of sugar! pic.twitter.com/DiDPVN3tB4
— Sarah Will (@willowwistful) January 11, 2014
চার চা চামচ চিনির সঙ্গে কাঠকয়লার উপর সেদ্ধ করা মশলা দিয়ে তৈরি করা বুন (কফি)!
#ThingsIloveaboutSouthSudan The Greeting gesture- stretching out one's hand and touching the other persons shoulder. Unique
— Hashim Wasswa M (@Hashim11) January 12, 2014
অভিবাদনের অঙ্গভঙ্গি – এক হাত প্রসারিত করে অন্য হাতটি ব্যক্তির কাঁধে স্পর্শ করা। অনন্য।
#ThingsILoveAboutSouthSudan Traditional costumes!!!!!!!!!!!! pic.twitter.com/T4qJrBnsNv
— إيڤا (@Evalopa) January 11, 2014
ঐতিহ্যবাহী পোশাক!!!!!!!!!!!!
#thingsiloveaboutSouthSudan: Not asking for my name (but rather giving me a new one) http://t.co/mLMWCB0Jyb
— Pernille Bærendtsen (@Dunia_Duara) January 11, 2014
আমার নাম জিজ্ঞাসা করবে না (বরং নতুন একটি দেওয়া হবে)।
#thingsiloveaboutSouthSudan: The most graceful, elegant, beautiful and strongest women on the planet. #SouthSudan women hold up the sky.
— South Sudan Analyst (@SouthSudanPatri) January 11, 2014
এই গ্রহের সবচেয়ে মাধুর্যমণ্ডিত, মার্জিত, সুন্দর এবং শক্তিশালী নারী।#দক্ষিণসুদানের নারীরা আকাশকে ঊর্ধ্বে ধরে রাখে।
#ThingsIloveaboutSouthSudan My Yei family {home for 7yrs} million star nights, tall grass in the wind, a regal people who rise again & again
— michele perry (@micheleperry) January 14, 2014
আমার ইয়েই পরিবার {সাত বছরের বাড়ি}, লক্ষ তারার রাত্রি, বাতাসের মধ্যে লম্বা ঘাস, একজন রাজসিক মানুষ যে বারবার জেগে ওঠে।
The modern rural Dinka male embrace of pink feather earrings. #thingsiloveaboutSouthSudan
— Ian Cox (@IanECox) January 11, 2014
গোলাপী রঙের পালকের কানের দুলে আধুনিক গ্রামীণ দিঙ্কা পুরুষের আলিঙ্গন।