গল্পগুলো আরও জানুন পানামা মাস জানুয়ারি, 2012
ভিডিওঃ একটি বছর, একটি বিশ্ব এবং ৫২টি ভিন্ন কাহিনী
ভিডিও সাংবাদিক ম্যাগি প্যাডলেস্কো এক বছরের জন্য একাকি এক ভ্রমণ বের হবেন। এক সপ্তাহ ধরে একটি দেশ ভ্রমণের মধ্যে দিয়ে সে মোট ৫২ টি দেশ ভ্রমণ করবে। এই ভ্রমণের সময় সে প্রচলিত প্রচার মাধ্যমে যাদের সংবাদ খুব কম আসে, এমন সম্প্রদায়ের সাথে তাঁর যোগাযোগের উপর ভিত্তি করে ভিডিও ধারণ করে, সেগুলোকে সম্পাদনা এবং তৈরি করে সেগুলোকে ওয়েবে ছাড়বেন, যাতে কম পরিচিত এই সব সম্প্রদায়ের কাহিনী বিশ্বের কাছে পৌঁছে যায়। এটাই হচ্ছে ওয়ান ইয়ার ওয়ান ওয়ার্ল্ড নামক প্রকল্প।