গল্পগুলো আরও জানুন বলিভিয়া মাস জুলাই, 2009
বলিভিয়া: ‘কোকেন মন্ত্রীর ‘ প্রত্যাবর্তন
১৯৮০র দশকের প্রথমভাগে বলিভিয়া শাসন করা লুইস গার্সিয়া মেজার সামরিক একনায়ক্তন্ত্রের সময়ে তার কাছের লোক আর অভ্যন্তরীন মন্ত্রী লুইস আরচে গোমেজ ভিন্নমতাবলম্বীদের (যারা সরকারের বিরুদ্ধে কথা বলতে চায়) জন্য একটু পরামর্শ দিয়েছিলেন। তিনি তাদেরকে বলেছিলেন ‘তাদের লিখিত উইল হাতের তলায় নিয়ে ঘুরতে’। মাদক চোরাচালানের জন্যে আমেরিকাতে জেল খাটার পর এই "কোকেইন মন্ত্রী"কে বলিভিয়ায় পাঠিয়ে দেয়া হয়েছে সেখানে তিনি তার বাকী সাজা ভোগ করবেন।