· এপ্রিল, 2010

গল্পগুলো আরও জানুন সিঙ্গাপুর মাস এপ্রিল, 2010

ভার্চুয়াল গায়ক বৃন্দ: প্রযুক্তি, সহযোগিতা আর সঙ্গীত

সঙ্গীত রচয়ীতা এরিক হু্ইটেকার একদিন একটি ইউটিউব ভিডিওতে একজন তরুণ অপেরাগায়ককে তার ‘স্লিপ’ গানটা করতে শুনেছিলেন আর ভেবেছিলেন: কেমন হত যদি তিনি বিশ্বের যে কোন স্থানের মানুষকে দিয়ে তার আ কাপাল্লে কয়ার সঙ্গীতের অন্যান্য অংশগুলো রেকর্ড করাতে পারতেন? তিনি তাই সম্ভব করেছেন ভার্চুয়াল কয়ারের মাধ্যমে।

3 এপ্রিল 2010

সিঙ্গাপুরে টুয়েস্টিভালএসজি ২০১০

এই বছর ২৫শে মার্চ শত শত মানুষ টুয়েস্টিভাল সিঙ্গাপুরে ভিড় করেন কন্সার্ন ওয়ার্ল্ডওয়াইডের গুরুত্বপূর্ণ কাজের প্রচার, অর্থ সংগ্রহ এবং মজা করার জন্য। ধারণা করা হচ্ছে যে এর মাধ্যমে সংগৃহীত অর্থ প্রায় বিশ্বব্যাপী অগনিত বাচ্চার পড়ার খরচ যোগাবে বিশেষ করে যারা স্কুলে এখনো যায়নি।

3 এপ্রিল 2010