গল্পগুলো আরও জানুন রাজনীতি মাস ফেব্রুয়ারি, 2013
ব্রাজিল: “পিনহেয়ারিনহো গণহত্যা”র এক বছর পরে
২২শে জানুয়ারী, ২০১৩ তারিখে ব্রাজিলের সাও হোজে ডস ক্যাম্পোস শহরের পিনহেয়ারিনহো বসতির সহিংস উচ্ছেদের এক বছর পূর্ণ হয়েছে। পিনহেয়ারিনহো এলাকার প্রবেশপথে দিনটিকে স্মরণ করে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তারপর থেকে জমিটি খালি এবং সেখানে বসবাসকারীরা গৃহহীন রয়েছে।