গল্পগুলো আরও জানুন নাগরিক মাধ্যম মাস সেপ্টেম্বর, 2009
পুয়ের্তো রিকো: ‘জীবন এমনই’
পুয়ের্তো রিকোর সরকারী প্রকল্প পোর্টাল দেল ফুটুরা প্রকল্পের ব্যবস্থাপক পরিচালক বিলাস বহুল এক মেগা রিজোর্ট নির্মাণকে সমর্থন করেছেন স্থানীয় মানুষকে এই বলে যে তাদেরকে বুঝতে হবে যে এই ধরনের স্থাপনায় তারা ঢুকতে পারবেন না কারণ ‘জীবন এমনই’। পুয়ের্তো রিকোর ব্লগাররা তাদের মতামত জানাচ্ছে।