গল্পগুলো আরও জানুন ব্লগার প্রোফাইল মাস অক্টোবর, 2011
আরব বিশ্ব: বিপ্লবী নেট নাগরিকদের জন্য নোবেল শান্তি পুরষ্কার?
আজ রাতে টুইটার, উত্তেজনার সাথে এক গুঞ্জনে ভরে যায় যখন আরব বিপ্লবে ভূমিকার জন্য আরব নেট নাগরিকদের নাম নোবেল শান্তি পুরস্কারের ক্ষেত্রে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারিত হতে হতে থাকে। গ্লোবাল ভয়েসেস-এর লেখিকা লিনা বেন মেহেন্নি, তার সাথে ওয়াএল ঘোনিম এবং এসরা আব্দলফাত্তাহ এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।