গল্পগুলো আরও জানুন রাইজিং ভয়েসেস মাস মার্চ, 2009
নারী জীবন: বসন্তকে স্বাগতম
বাংলাদেশের নারী জীবন প্রকল্পের ব্লগাররা তাদের দেশ আর সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরতে আগ্রহী। নারী জীবনের ব্লগাররা পহেলা বসন্ত উদযাপনের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে যার মধ্যে ছিল ঐতিহ্যবাহী গান, নাচ আর পহেলা ফাল্গুন সংশ্লিষ্ট কবিতা আবৃত্তি এবং এর ভিডিও তারা পোস্ট করে তাদের ব্লগে। তারা প্রায়শ:ই বাংলাদেশের প্রকৃতি আর সৌন্দর্য নিয়ে ব্লগে লেখেন ও ছবি পোস্ট করেন।