30 মে 2011

গল্পগুলো মাস 30 মে 2011

মিশর: গাজার সাথে সংযুক্ত রাফা নামক সীমান্ত এলাকা খুলে দেওয়া হয়েছে

মিশর আজ গাজা স্ট্রিপ এর কাছে অবস্থিত রাফা নামক সীমান্ত এলাকাটি খুলে দিয়েছে, যার ফলে বগত চার বছরের মধ্যে এই প্রথম এ এলাকা দিয়ে লোকজন এখন বিনা বাধায় মিশরে প্রবেশ করতে পারছে। এই সীমান্ত ছিল বাইরের বিশ্বের সাথে গাজার যোগাযোগের একমাত্র মাধ্যম। মিশরের প্রাক্তন রাষ্ট্রপতি হোসনি মুবারকের সময় মাঝে মাঝে এই সীমান্ত খুলে দেওয়া হত। সম্প্রতি ঘটা এই ঘটনার উপর টুইটারে আসা কিছু প্রতিক্রিয়া নীচে প্রদান করা হল।

মিশর: বিপ্লব চলাকালীন সময়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেবার কারণে মুবারককে জরিমানা করা হয়েছে

মিশরীয় এক আদালত মিশরের বিতাড়িত রাষ্ট্রপতি হোসনি মুবারক এবং তার সহযোগী অন্য কয়েকজন কর্মকর্তাকে ৫৪০ মিলিয়ন মিশরীয় পাউন্ড (৯০ মিলিয়ন মার্কিন ডলার ) জরিমানা করেছে। মূলত বিপ্লবের সময় ইন্টারনেট এবং মোবাইল ফোন সেবা বিচ্ছিন্ন করে দেবার কারণে তাকে এই জরিমানা করা হয়। মিশরে মুবারক সরকার, ২৫ জানুয়ারিতে প্রথম টুইটার বন্ধ করে দেয়, ২৬ জানুয়ারিতে ফেসবুক এবং ২৮ জানুয়ারিতে পূরো ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। এই ঘটনার উপর কয়েকজন নেট নাগরিকের প্রতিক্রিয়া এখানে প্রদান করা হল।

ভারতঃ মালয়ালাম ব্লগাররা সোমাইয়ার পক্ষে প্রচারণা চালাচ্ছে

সম্প্রতি কেরালা ক্ষোভে ফেটে পড়ে, যখন সোমাইয়া নামক এক ২৩ বছরের তরুণীকে যাত্রীবাহী চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলা হয়, তার আগে তাকে ধর্ষন এবং নির্মম ভাবে হত্যা করা হয়। যখন জনতা মূলধারার প্রচার মাধ্যমের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে, সে সময় ব্যক্তির নিজস্ব স্বর প্রচার মাধ্যমের নিরব থাকার এবং এই ঘটনার উপেক্ষিত অনেক বিষয় নিয়ে আলোচনা করছে।

চীনঃ নেটিজেনরা আগামী নির্বাচনে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করছে

তাদের জেতার তেমন একটা সম্ভাবনা নেই, তারপরেও ইন্টারনেটের সংখ্যায় অল্প, কিন্তু ক্রমশ বাড়তে থাকা কয়েকজন সেলিব্রেটি এবং মাইক্রোব্লগার সিদ্ধান্ত নিয়েছে, আগামী সেপ্টম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মাঠ পর্যায়ের প্রতিনিধি নির্বাচনে তারা অংশ গ্রহণ করবে।