গল্পগুলো আরও জানুন কেনিয়া মাস মে, 2012
কেনিয়াঃ বেক ব্লগ পুরস্কার ২০১২
৫ মে ২০১২-এ, ব্লগার এ্যাসসিয়েশন অফ কেনিয়া ( বেক) সেই সমস্ত ব্লগারদের পুরস্কার প্রদান করছে, যারা নিয়মিত ভিত্তিতে লিখে থাকেন, চমৎকার এবং প্রয়োজনীয় সব লেখা, যে সমস্ত লেখা সৃষ্টিশীল এবং উদ্ভাবনী চিন্তায় ভরপুর। গুণগত মানসম্পন্ন লেখাকে তুলে ধারার প্রচেষ্টার অংশ হিসেবে বেক এই পুরস্কার প্রদান করেছে।