গল্পগুলো আরও জানুন পেরু মাস আগস্ট, 2010
পেরু: জাতীয় ফুটবল দলকে প্রশিক্ষণ দিতে মার্কারিয়ানকে নিয়োগ দেয়া হয়েছে
পেরুর ফুটবল ফেডারেশন সম্প্রতি উরুগুয়ের প্রশিক্ষক সের্গিও মার্কারিয়ানকে জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। আশা করা হচ্ছে তার নেতৃত্বে পেরু ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে। মার্কারিয়ানের ডাক নাম 'মাগো' (যাদুকর) এবং অনেকে মনে করেন যে তার এই যাদু পেরু দলের ভাগ্য ফেরাবে।