গল্পগুলো আরও জানুন হাঙ্গেরি মাস জুলাই, 2013
ছবিঃ বুদাপেস্ট যেন শহুরে শিল্পকলার এক স্বতন্ত্র ব্র্যান্ড
হাঙ্গেরির রাজধানী শহর, যেটি তার ইতিহাস, শিল্পকলা ও আর্কিটেকচারের জন্য ইতিমধ্যে বিখ্যাত হয়েছে, এই সময়ে শহুরে শিল্পের নিজস্ব ব্র্যান্ড তৈরি করছে বলে মনে করা হয়। বুদাপেস্ট সম্পর্কিত ছবি এবং ভাষ্য #স্ট্রিটআর্ট হ্যাশট্যাগের অধীনে টুইটার এবং ইন্সটোগ্রামের মতো সামাজিক নেটওয়ার্কের উপর নিয়মিত শেয়ার করা হচ্ছে। বিশেষ করে গ্রীষ্মকালের পর্যটন মৌসুমে তা বার বার আবর্তিত হয়।