গল্পগুলো আরও জানুন বেলারুশ মাস জুলাই, 2011
বেলারুশ: স্বাধীনতা দিবসে হাততালি প্রতিবাদ (ভিডিও)
৩ জুলাই, ২০১১, ছিল বেলারুশের স্বাধীনতা দিবস। এই দিনে দেশটির বিভিন্ন শহর এবং নগরগুলোর রাস্তা জনতায় ভরে যায়, যারা সেখানে উপস্থিত হয়েছিল একটাই কারণে, হাততালি দেবার জন্য। হাততালির মাধ্যমে প্রতিবাদ জানানোর জন্য তারা এ সব রাস্তায় হাজির হয়, যদিও সরকার এই দিনে হাততলি দেওয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং ভিকোনটাকাটে নামের যে সামাজিক প্রচার মাধ্যম এই প্রতিবাদের সম্বনয়ক ছিল, তাদের সাইট ডিলিট করে দেওয়া হয়েছিল। যেমনটা তারা বলেছে, যে তারা এমনকি কেবল প্রতিবাদে করার জন্য উপস্থিত থাকবে না, তার সাথে তারা তাদের নিজের ভেতরে যে ভয়, সেটার সাথে লড়বে।