গল্পগুলো আরও জানুন সমকামী অধিকার মাস এপ্রিল, 2012
চীন: নারীবাদীদের প্রশ্নের মুখে ‘এনজিও মেয়েদের সাথে সম্পর্ক’ দাতব্য ইভেন্ট
বিভিন্ন বেসরকারী সংস্থার (এনজিও) উন্নয়নে সহায়তাকারী একটি অলাভজনক প্রতিষ্ঠান অল্প-বয়েসী মহিলা এনজিও কর্মীদেরকে বিয়ের জোড় খুঁজে পেতে সাহায্য করার জন্যে বেইজিংয়ে একটি দাতব্য অনুষ্ঠানের আয়োজন করে। তবে বিশিষ্ট নারীবাদী ব্লগার লু পিং প্রশ্ন করেছেন লিঙ্গ, বিয়ে এবং যৌন সংক্রান্ত সংকীর্ণতার একটি সংস্কৃতিকে এগিয়ে নিতে দাতব্য প্রতিষ্ঠান এবং এনজিওগুলো কেন সম্পদ ব্যয় করছে।