গল্পগুলো মাস রুনেট ইকো মাস সেপ্টেম্বর, 2011
রাশিয়াঃ লোকোমোটিভ আইস হকি দলকে বহনকারী বিমান বিধ্বস্ত
৭ সেপ্টেম্বর, ২০১১-এর বিকেলে, লোকোমোটিভ পেশাদার আইস হকি নামের দলটিকে নিয়ে যাত্রা করা বিমানটি উড্ডয়ন-এর পর ৫০০ মিটার অতিক্রম করার পর দুর্ঘটনায় বিধ্বস্ত হয়। রাশিয়ার, ইয়ারস্লাভ নামক এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। উক্ত বিমানের প্রায় সকল যাত্রী নিহত হয়েছে।