শাসকদের কবল থেকে দেশের সম্পদ ‘পুনরুদ্ধারের’ জন্য ইয়েমেনিদের আন্দোলনের উদ্যোগ

এই অনুচ্ছেদটি ইয়েমেন বিক্ষোভ ২০১১/১২ সংক্রান্ত আমাদের বিশেষ প্রতিবেদনের অংশ।

ইয়েমেন আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে দরিদ্র। অনেকেই জানে না এর জাতীয় আয়ের উৎস প্রাকৃতিক সম্পদ ও উৎপাদনশীল বন্দর রয়েছে, যা সাবেক দুর্নীতিবাজ শাসক আলি আবদুল্লাহ সালেহের শাসনামলে অব্যবস্থাপনায় শুধু তার ও তার শাসনের উপকারে এসেছে।

গত দুই মাসেরও বেশি সময় ধরে, বিদ্রোহী তরুণ ও কর্মীরা সালেহের আমলে সকল ক্ষতিপূরণ চেয়ে একটি আন্দোলনের উদ্যোগ নিয়েছে। “জনগণের সম্পদ পুনরুদ্ধার” শ্লোগানের ভিত্তিতে এই সপ্তাহে ইয়েমেনি রেভ্যুলুশন ইলেকট্রনিক কোঅর্ডিনেশন কর্তৃক আয়োজিত এই আন্দোলন দক্ষিণ কোরিয়ার সঙ্গে তরল গ্যাস বিক্রয় চুক্তি বাতিলের দাবিতে গৃহীত।

ইয়েমেনি রেভ্যুলুশন ইলেকট্রনিক কোঅর্ডিনেশন কর্তৃক গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলনের পর ইয়েমেনি যোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা যখন অ্যাডেন বন্দর ব্যবস্থাপনার জন্য দুবাই সরকারের অধীন বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ডের সাথে একটি চুক্তি বাতিল করার কথা হওয়ার ব্যাপারে বললেন, তখন এর পরের দিন এসব ঘটে।

৩রা সেপ্টেম্বর, ২০১২, রাজধানী সানায় ইয়েমেন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ২০ বছরের অবৈধ তরল গ্যাস চুক্তি যাতে ৩.২০ মার্কিন ডলারে ইয়েমেন থেকে গ্যাস বিক্রয় হত যা বিশ্ব বাজার দর থেকে কম, তেল মন্ত্রণালয়ের সামনে এই চুক্তি অবসানের দাবিতে এই আন্দোলন হয়েছিল।

মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ ও পানি সংকট, এবং জ্বালানি ও রান্নার গ্যাসের অভাবের কারণে ইয়েমেনিরা খাদ্য সংকটে ভুগছে। এই চরম সংকটের সময়ে, যেখানে চুক্তি অনুসারে দক্ষিণ কোরিয়ায় মাত্র ৪০০ ইয়েমেনি রিয়ালে বিক্রি হচ্ছিল, ইয়েমেনে তখন এক ক্যান গ্যাস ১৫০০ ইয়েমেনি রিয়ালের উচ্চমূল্যে বিক্রি হচ্ছিল।

সানায় তেল মন্ত্রণালয়ের সামনে আন্দোলনের ছবিটি রিদান বাহরানের সৌজন্যে। আরবিতে চিহ্নটির মানে হলঃ ‘আমাদের গ্যাসঃ কোরিয়ায় এক ক্যান ৪০০ রিয়ালে বিক্রি হয় আর ইয়েমেনে ১৫০০ রিয়ালে’।

ইয়েমেনি কর্মী ও বিদ্রোহের আলোকচিত্রী রিদান বাহরান আন্দোলনের একটি ভিডিওচিত্র ইউটিউবে TheRYemen–এ প্রকাশ করেছেনঃ

সামিআলইয়েমেন কর্তৃক আরেকটি ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে সাবেক দুর্নীতিবাজ সরকারের আমলে ঘটিত সকল অবৈধ কর্মকাণ্ডের অবসান ঘটানোর জন্য এবং ইয়েমেনের চুরিকৃত সম্পদ পুনরুদ্ধারের জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানিয়ে এক কর্মীকে বক্তব্য দিতে দেখা যায়ঃ

একই দিনে ইয়েমেনি রেভ্যুলুশন ইলেকট্রনিক কোঅর্ডিনেশনের ফেসবুক পাতায় ইবে সংঘটিত গ্যাস বিক্রয় চুক্তি বাতিলের দাবিতে আন্দোলনের একটি ছবির অ্যালবাম প্রকাশিত হয়।

ইসাম আলকামালির সৌজন্যে। আরবিতে চিহ্নটির অর্থ হলঃ আমরা গ্যাস চুক্তি প্রত্যাখ্যান করলাম যা ইয়েমেনকে বড় ক্ষতির দিকে ঠেলে দিয়েছে।

গতকাল ৬ সেপ্টেম্বর, ইবেতে, আরেকটি আন্দোলন হয়েছিল, এবং ইসাম আলকামালি ইউটিউবে আন্দোলনের এই ভিডিও প্রকাশ করেনঃ

আন্দোলনের আরো ছবি এখানে এখানে পাওয়া যাবে। তাইজে গতকাল একই রকম আরেকটি আন্দোলন হয়েছে, এবং ছবিগুলো এখানে দেখা যাবে।

এই অনুচ্ছেদটি ইয়েমেন বিক্ষোভ ২০১১/১২ সংক্রান্ত আমাদের বিশেষ প্রতিবেদনের অংশ।

Exit mobile version