গল্পগুলো মাস 23 সেপ্টেম্বর 2011
কাতারঃ আল জাজিরার প্রধানের পদ থেকে ওয়াধা খানফার-এর পদত্যাগ
আল জাজিরা নেটওয়ার্কের ডিরেক্টর জেনারেল ওয়াধা খানফার আজ তার পদত্যাগের কথা ঘোষণা করেছেন। তার এই ঘোষণা সামাজিক প্রচার মাধ্যম সাইট টুইটারে এক উত্তেজনার সৃষ্টি করে। ফিলিস্তিনি বংশোদ্ভুত এই সাংবাদিক, যিনি আট বছর এই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন, তার বদলে এখন কাতারের রাজ পরিবারের এক সদস্য শেখ আহমেদ বিন জসিম আল থানি উক্ত প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন।