ইরান: নিউ ইয়র্কে আহমাদিনেজাদের বিরুদ্ধে সবুজ ক্রোধের বহি:প্রকাশ

ইরান সরকার ও তার মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদকারীরা তাদের দেওয়া প্রতিশ্রুতি ও বিক্ষোভ প্রতিবাদ বজায় রেখেছে, যখন তারা নিউ ইয়র্ক শহরে ইরানের রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিনেজাদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। ২৩শে সেপ্টেম্বর, বুধবারে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিচ্ছিলেন। বিশ্বের চারটি এলাকা থেকে প্রতিবাদকারীরা সেখানে এসে হাজির হয়, যার মধ্যে ছিল টরেন্টো, টোকিও ও তেহরান। ইরানের সরকার বিরোধী আন্দোলনের লোকজনও ভালোভাবে (গ্রীন মুভমেন্ট) সে সময় উপস্থিত ছিল।

নিউ ইয়র্কর এই প্রতিবাদের অজস্র ভিডিও রয়েছে, যার কিছু অংশ ইউটিউবে তুলে দেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে নিউ ইয়র্কের প্রতিবাদের ধরন, এখানে তার কয়েকটি দেওয়া হল:

আমরা শক্তি অর্জন করেছি

আহমাদিনেজাদকে মিথ্যাবাদী বলা

আমরা সকলেই নেদা এবং একটি কণ্ঠস্বর

রাজনৈতিক বন্দীদের মুক্ত কর

Exit mobile version