ইরানঃ “সিরিয়াকে একা থাকতে দিন, আমাদের কথা ভাবুন”

৩ অক্টোবর, ২০১২, তেহরানে নিরাপত্তা বাহিনী, সূত্রঃ সবুজ শহর

গত বুধবার দোকানদার এবং বণিকদের জাতীয় মুদ্রার মুক্ত দর পতনের বিরুদ্ধে প্রতিবাদ ধর্মঘটের ১ দিন পর ৪ অক্টোবর, ২০১২, বৃহস্পতিবার তেহরানের গ্র্যান্ড বাজারে কোন দোকান খোলা হয় নি দেখা যায়। ইরানের নেট নাগরিকরা বুধবারের প্রতিবাদ সমাবেশের বিভিন্ন ভিডিও, বাজার অঞ্চলে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি এবং বন্ধ দোকানের ছবি প্রকাশ করেছে। একটি বিরোধী ওয়েবসাইট কালেমে রিপোর্ট করেছে যে বহু প্রতিবাদকারীকে বুধবার গ্রেফতার করা হয়।

“সিরিয়াকে একা থাকতে দিন, এর পরিবর্তে আমাদের কথা ভাবুন”

তেহরানের তুপখন স্কয়ারে জনগণ স্লোগান তুলেছে, “সিরিয়াকে একা থাকতে দিন, এর পরিবর্তে আমাদের কথা ভাবুন”। ইরান বহু সময় ধরে সিরিয়ার শাসন সমর্থন করে আসছে এবং সাম্প্রতিক খবর হচ্ছে, ইরান প্রায় ১০ বিলিয়ন ডলার সিরিয়াতে পাচার করেছে। বর্তমানে এটি খুবই উত্তেজনাকর খবর কারণ ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারনে ইরানি জনগণ এখন গভীর আর্থিক সঙ্কটে রয়েছে।

তেহরানের বাজারে নিরাপত্তা বাহিনী

“ডলারের অবশ্যই দরপতন ঘটবে”

Exit mobile version