ইরান: আর্ন্তজাতিক নারী দিবসের বিক্ষোভ দমনে নারী পুলিশ

মঙ্গলবার ৮ মার্চ, ২০১১- আন্তর্জাতিক নারী দিবস। সেদিন ইরানের বিক্ষোভকারীরা (পুরুষ এবং নারী উভয়ে) দেশটির ইসলামিক শাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের জন্য রাস্তায় নেমে পড়ে।

মেটালবয়েজ বলছে যে, এই প্রথমবার সে রাস্তায় মহিলা নিরাপত্তাকর্মীদের পুলিশি লাঠি এবং মুখে মুখোশ পড়ে তেহরানের রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেন। তার পাঁচ বা ছয়জনের দলে মিলে সেখানে অবস্থান করছিল।

পেইকআজাদি লিখেছে যে তেহরানের আজাদি স্ট্রিটে প্রায় সন্ধ্যা ৬.০০-টার সময় বিক্ষোভকারীদের উপর হামলা চালানো হয়, ইরানের নারীরাও এই হামলার শিকার হয়েছে, যারা বিক্ষোভের সময় স্লোগান দিচ্ছিল।

তেহরানে বিক্ষোভারীরা শঙ্কিত

তেহরানের নিরাপত্তা বাহিনী

দৌড়াও, থেমো না

নিরাপত্তা রক্ষীরা লোকজনকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে মানা করছে।

Exit mobile version