ইরান: ব্লগার গ্রেপ্তারের নতুন জোয়ার

ইরানের রাষ্ট্র পরিচালিত সংবাদ ওয়েবসাইট, ইরনা আর চরম রক্ষণশীল সংবাদপত্র কেইহান সম্প্রতি ঘোষণা করেছেন যে ইরান প্রক্সি নামে সেন্সরশীপ আর ফিল্টারিং এর বিরুদ্ধে লড়ছে এমন একটি দলের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। এই সংবাদ সাইট আরেকটি ঘোষণাতে দাবী করেছে যে ইরানী সরকার বেশ কিছু ‘আমেরিকান মদদপুষ্ট সাইবার যুদ্ধ নেটওয়ার্ক’ আটকিয়েছে আর ৩০ জনকে গ্রেপ্তার করেছে। ইরানী সংবাদ সাইট উল্লেখ করেনি গ্রেপ্তারকৃতদের মধ্যে কতজন ইরান প্রক্সি দলের।

ইরান প্রক্সি দলটি এতদিন টুইটার আর তাদের ওয়েববসাইট ব্যবহার করেছে ওয়েব ফিল্টারিং এর বিরুদ্ধে যুদ্ধে। রেডিও ফার্দার সাথে এক সাক্ষাৎকারে, এই দলের একজন প্রতিনিধি জানিয়েছেন যে তারা ছয় বছর ধরে গোপনে সেন্সরশীপের বিরুদ্ধে লড়াই করছেন।

তিন মাস আগে, এই দল তাদের ওয়েবসাইটে জানিয়েছিল যে অর্থনৈতিক কষ্টের কারনে তারা তাদের কাজ বন্ধ করে দিচ্ছেন।

কেইহান জানিয়েছে যে এই দলের নেতা ‘সৈয়দ হুসেন রোনাঘি মেল্কি’ নামে একজন ব্লগার যার ছদ্মনাম বাবাক খোরামদিন বা বাবাক ব্লগার। সংবাদপত্র দাবি করছে যে এই ব্লগারের অবস্থান তাবরিজে আর সে মানবাধিকার রক্ষার কাজে সম্পৃক্ত। কেইহান অনুসারে নিরাপত্তা বাহিনী তাকে গ্রেপ্তার করেছে।

বাবাক খোরামদিন উপরের ছবি টুইটারে আর তার ব্লগে ব্যবহার করেছেন যেখানে তিনি মানবাধিকার আর রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন।

ইতোমধ্যে, ইরানী সংস্কারবাদী ওয়েবসাইটগুলো ঘোষণা করেছে যে দেশের প্রথমসারির ব্লগ প্লাটফর্ম পারসিয়ান ব্লগের প্রতিষ্ঠাতা মেহেদি আবুতোরাবিকেও গ্রেপ্তার করা হয়েছে। আবুতোরাবি রাষ্ট্রপতি নির্বাচন প্রচারণায় ইরানের প্রধান বিরোধী দলীয় প্রার্থী মির হুসেন মুসাভির সমর্থক ছিলেন। গত বছর ১২ই জুনে রাষ্ট্রপতি নির্বাচনের পর থেকে, ইরানী কতৃপক্ষ শত শত সাংবাদিক আর রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার করেছেন, আর একই সাথে অনেক ব্লগারকেও। আবুতোরাবির গ্রেপ্তার অবশ্য ইরান প্রক্সির সাথে সম্পর্কিত না।

Exit mobile version