ইরান: গ্রীন মুভমেন্ট ১১ ফেব্রুয়ারির বিক্ষোভের জন্য পুরো প্রস্তুত

Iran-1আরো একবার ইরানের গ্রীন মুভমেন্ট, ইরান সরকারের নিন্দা জানানোর জন্য তৈরি। এবার তারা পোস্টারের মাধ্যমে এই কাজটি করতে যাচ্ছে। ইরানের ইসলামি বিপ্লবের ৩১তম বার্ষিকীতে তারা এই কাজটি করবে। তারিখটি হচ্ছে ১১ ফেব্রুয়ারি (২২ বাহমান)। এই সপ্তাহে ইরান সেই দিনটিকে উদযাপন করবে, যে দিনে ইরানে পশ্চিমা সমর্থন পুষ্ট রাজতন্ত্রের পতন ঘটেছিল। এরপর থেকে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের যাত্রা শুরু। ইরানের ভেতর থেকে পাওয়া সংবাদ অনুসারে এই প্রতিবাদ যতই তীব্র হচ্ছে, ততই ইন্টারনেট, ইমেইল, এবং মোবাইলে সংক্ষিপ্ত বার্তা (টেক্সট মেসেজ) ব্যবহারে সমস্যা দেখা দিচ্ছে।

জুন ২০০৯, থেকে ইরানের সরকার বিরোধীরা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে আসছে এবং তারা অভিযোগ করছে যে, ইরানের রাষ্ট্রপতি নির্বাচনে কারচুপি করা হয়েছে।

ইরানের নাগরিক প্রচার মাধ্যম (সিটিজেন মিডিয়া) এবং বিভিন্ন শিল্পী আগত দিনটি সম্বন্ধে বিভিন্ন মন্তব্য করেছে এবং তারা এই দিনটি উপলক্ষ্যে শিল্পকর্ম সৃষ্টি করেছে।

সোহেল তাভাকোলি একজন সৃষ্টিশীল শিল্পী, যিনি এক ডিজিটাল তৈলচিত্রের নাটকীয় ভিডিও মন্তাজ তৈরি করেছেন (তিন খণ্ডের এক শিল্পকর্ম)। এই ভিডিওর শেষ দৃশ্যে শিল্পী গ্রীন মুভমেন্ট আন্দোলনের জয়ের কাল্পনিক এক দৃশ্য রয়েছে এবং তিনি এখানে এক মুক্ত ইরানের ছবি তুলে ধরেছেন- যেখান মৌলানারা স্কার্ট পরা মেয়েদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার ইচ্ছা প্রকাশ করে এবং এর মধ্যে কোন শয়তানি নেই!

ইউনাইটেড৪ইরান (ইরানের জন্য এক হও) যারা অ্যাক্টিভিস্ট, শিক্ষাবিদ (একাডেমিক), বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পী এবং অন্য যারা ইরানের মানবাধিকার এবং নাগরিক অধিকার বিষয়ে কাজ করতে চায়, তাদের কণ্ঠস্বর তুলে ধরা ব্যাপারটির সমন্বয় করছে ও বিষয়টিকে জোরালো করছে। এছাড়াও তারা এক ভিডিও প্রকাশ করেছে, যা ১১ ফ্রেবুয়ারী উপলক্ষ্যে ইরানের বাইরে যে সমস্ত বিক্ষোভ প্রদর্শিত হবে সে সম্বন্ধে তথ্য প্রকাশ করছে।

গ্রীন ওয়েভ ভয়েস একটি সংক্ষিপ্ত ভিডিও তৈরি করেছে। এটি করেছে ১১ ফেব্রুয়ারিতে প্রদর্শনের জন্য, যেখানে “সাহস”, “বিশ্বস্ততা” এবং “গণতন্ত্র” নামক শব্দের উপর জোর দেওয়া হয়েছে।

Exit mobile version