গল্পগুলো মাস 26 নভেম্বর 2009
চীন ও জাপান: নারিতা বিমানবন্দরের বাসিন্দা ফেং ঝেংহু
গত ৪ঠা নভেম্বর থেকে সাংহাই শহরের বাসিন্দা মানবাধিকার কর্মী ফেং ঝেংহু জাপানের নারিতা বিমান বন্দরের হলঘরে বাস করছে এবং দেশে ফেরার অপেক্ষা করছে। যখন তাকে তার নিজ দেশে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়, তখন থেকে তার এই অপেক্ষার পালা শুরু। সাংহাই-এর অভিবাসন বিভাগ তাকে আটবার চীনে প্রবেশ করতে বাঁধা দেয়। ফেং একজন অর্থনীতিবিদ ও মানবাধিকার কর্মী।