এই সপ্তাহে গ্লোবাল ভয়েসেস-এর পডকাস্টে যা রয়েছেঃ আমরা, নাগরিকেরা

এই সপ্তাহের গ্লোবাল ভয়েসেস-এর পডকাস্টে যে সকল সংবাদ রয়েছে, সেগুলো সম্প্রতি গ্লোবাল ভয়েসেস-এর সংবাদ কক্ষে তুলে ধরা হয়। এই সপ্তাহে,আমরা আমাদের কন্ট্রিবিউটর, এলিজাবেথ রিভেরা, গিওভান্না সালাজার এবং হুয়ান টাডেও-এর সাথে কথা বলেছি, মেক্সিকোর রাজনীতির প্রতি অসন্তোষ ক্রমশ জনপ্রিয় হতে থাকা নিয়ে।

আমরা একই সাথে আপনাদের আমরা নিয়ে যাচ্ছি কলম্বিয়া,ভারত,সিরিয়া,এবং যুক্তরাষ্ট্রে, যেখানে আমরা সেই সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিক এবং শিশুদের সাথে সাক্ষাৎ করেছি, যারা সমাজে পার্থক্য গড়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আমরা ধন্যবাদ জানাই জোয়ে আইয়ুব, গ্যাব্রিয়েল গার্সিয়া কালদেরন, টোরি এঘেরমেন, পলাশ রঞ্জন সান্নালকে, সাথে এই পর্বটিকে যারা সফল করতে সাহায্য করেছে আমাদের সেই সকল,লেখক,অনুবাদক এবং সম্পাদকদেরও ধন্যবাদ।

এই পর্বে আমরা ফ্রি মিউজিক আর্কাইভ থেকে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স সঙ্গীত তুলে ধরেছি, যার মধ্যে রয়েছে জাহজারের প্লিজ লিসেন কেয়ারফুলি (দয়া করে মনোযোগ দিয়ে শোন) , ডেভিড সেজটেই-এর ফার্ট স্টেপ অন আর্থ (পৃথিবীতে প্রথম পদক্ষেপ) , ডেভিড সেজটেই-এর ব্যাকওয়ার্ড (পশ্চাৎপদ); লী রোজভেরের মেকিং এ চেঞ্জ (একটি পরিবর্তন ঘটাই) ; পোডিংটন বিয়ার্স-এর ব্রিজিং (মৃদুমন্দ হাওয়া) , জিরো ভি-এর ইন্ডিয়ান সামার (ভারতীয় গ্রীষ্মকাল) এবং স্যাটেলাইট এনসেমবল-এর ক্রি

এই প্রবন্ধে যে ফিচার ফটো তুলে ধরা হয়েছে তা পেদ্রো কুমামোটোর ফেসবুকের পাতা থেকে নেওয়া হয়েছে এবং বলা হয়েছে (“যেতে দিও না, দেওয়ালটা পড়ে যাবে”)।

https://ia601505.us.archive.org/26/items/TheWeekThatWasAtGlobalVoicesEpisode14/Ep14WeThePeople.mp3?_=1
Exit mobile version