সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়েবসাইট হ্যাক এবং এর পরিচালককে হুমকি দিল আইএসআইএস

A residential area of Aleppo, after a bombing in 2014. Photo by Freedom House via Flickr (CC BY 2.0)

২০১৪ সালে বোমা হামলার পর আলেপ্পো শহরের একটি আবাসিক এলাকা। ছবিঃ ফ্লিকারের মাধ্যমে ফ্রিডম হাউজ (সিসি বাই ২.০)

গত ৮ জুলাই, ২০১৫ তারিখে অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচডগ ওয়েবসাইট হ্যাক করা হয়েছে এবং এর সিরিয়ান পরিচালক রামি আব্দেলরাহমানকে সিরিয়ার চলমান যুদ্ধে সকল পক্ষের দ্বারা সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের দলিল তৈরিতে তাঁর ভূমিকার জন্য হুমকিও দেওয়া হয়েছে। আইএসআইএস সাইবার আর্মি’কে এর জন্য অভিযুক্ত করা হয়েছে।

বার্তা প্রচার সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে। এছাড়াও যুক্তরাজ্য ভিত্তিক সাইটে সাইট ইন্টেল গ্রুপ হ্যাকের বিষয়টি রিপোর্ট করেছে:

ধারণা করা হচ্ছে, অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়েবসাইট হ্যাক করেছে ‘খিলাফতের সাইবার সেনাবাহিনী’

সাইবার আক্রমণটি আইএসআইএস এর সঙ্গে সম্পর্কিত গ্রুপ চালিয়েছে, যারা নিজেদের খিলাফতের সাইবার সেনাবাহিনী বা স্বঘোষিত খিলাফত বলে দাবি করে। গ্রুপটি সিরিয়া ও ইরাক জুড়ে বৃহৎ অঞ্চলে তাঁদের নিজেদের শাসন প্রতিষ্ঠা করেছে।

নীচে ওয়েবসাইটটির একটি স্ক্রিনশট রয়েছে, যেটি বর্তমানে বন্ধ রয়েছে।

আইএসআইএস সমর্থকদের দ্বারা হ্যাক হওয়ার পর, সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচডগ ওয়েবসাইটটি বর্তমানে বন্ধ রয়েছে।

Exit mobile version