আলোকচিত্র: #এবি১৪ থেকে বিশ্বকে একটি বার্তা

এখানে দেখতে পাওয়া আলোকচিত্রগুলো জর্দানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত আরব ব্লগারদের সভা ২০১৪ থেকে আমের সুইডেন তুলেছেন। নীচে আমের প্রকল্পের সহযোগিতার প্রক্রিয়াটি বর্ণনা করেছেন।

আরব ব্লগারদের সভায় কয়েকজন শিল্পী একটি ছোট মাথা খাটানো সেশনের আয়োজন করেছিলেন। এর উদ্দেশ্য ছিল, সভার শেষ দিনে একটি শিল্প সহযোগীতা প্রকল্প উপস্থাপন করা। তখনই আলোকচিত্র সিরিজের ধারণা আলোর মুখ দেখে। 

“সমতা এবং ন্যায়বিচার”

এই প্রকল্পের ধারণা ছিল, পরিবর্তনের জন্য বিভিন্ন বার্তা প্রকাশ, আমাদের কণ্ঠের সম্মিলন করা এবং আমাদের পার্থক্য থাকা সত্ত্বেও আমরা যে একই সম্প্রদায় তা দেখানো। 

“বিপ্লব হয় ব্যক্তিগত ভাবে”

আমি প্রতিটি অংশগ্রহণকারীকে একটি বিবৃতিতে লিখতে আহ্বান জানই, যেটিতে সাংবাদিক, ব্লগার বা কর্মী হিসেবে তাদের সংগ্রাম বা আশাকে প্রতিফলিত করবে। পরবর্তীতে, আহমেদ আসেরি ক্যালিওগ্রাফিক পদ্ধতিতে এগুলো লিখেছেন। 

“কেবলমাত্র আমারাই সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিই, আর কেউ নয় “

আলোকচিত্রের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, বিষয়টির ভাবনার সঠিক প্রকাশ এবং এটি শক্তিশালী ও ভাবপূর্ণ পোর্ট্রেট তৈরির জন্য তাদের মুখের উপর প্রতিফলিত করা। আমি প্রতিটি অংশগ্রহণকারীকে তাদের বিবৃতিটি ধরে রাখতে, এক মুহূর্ত সময় নিতে এবং সেই ব্যাপারে চিন্তা করতে বলেছি। এই ভাবে, বার্তা ও চিন্তাধারাটি তাঁদের নিজেদের বহিঃপ্রকাশে স্পষ্ট হয়েছে এবং অংশগ্রহণকারীদের বার্তা ছড়িয়ে দিতে সহায়তা করেছে।

“সাংবাদিকদের হত্যা এবং আক্রমণ থেকে বিরত থাকুন”

স্বল্প সময় বিবেচনায় রেখে আমাকে প্রকল্পটি শেষ করতে হয়েছে। সরঞ্জাম এবং স্থানের অভাব সত্ত্বেও এর ফলাফলে আমি সন্তুষ্ট। অংশগ্রহণকারীদের দলবদ্ধভাবে কাজ করার জন্য তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। এছাড়াও আলোকচিত্রের সময় 7iber এর সাহায্য, ক্যালিওগ্রফির সময় আহমেদ আসেরির সাহায়তা এবং অংশগ্রহণকারীদের উত্তেজনার জন্যও তাঁদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। 

পুরো সিরিজটি দেখতে আমের এর ওয়েবসাইটটি দেখুন। এই ছবিগুলোর সব কপিরাইটের অধীনে প্রকাশিত। আমের এর অনুমতি নিয়ে এখানে আমারা সেগুলো পুনরায় ব্যবহার করেছি। 

Exit mobile version