শ্রীলঙ্কার ডুরিয়ান গ্রাম

Image of Durian. Image courtesy Wikimedia Commons. CC BY-SA 3.0

ডুরিয়ান ফলের ছবি। উকিপিডিয়া কমনস থেকে পাওয়া ছবি। সিসি বাই-এসএ ৩.০

রপ্তানি চাহিদা থাকায় “ফলের রাজা” নামে দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেকের কাছে সমাদৃত ডুরিয়ান ফলের চাষ শ্রীলঙ্কার দক্ষিণ অংশে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। শ্রীলঙ্কার কৃষি মন্ত্রণালয় ডুরিয়ান ফলের বাণিজ্যিক চাষের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে বলে অজিথ পারাকুম জায়াসিংহে রিপোর্ট করেছেন। গাম্পাহা জেলার মিনুঅয়াংগোডা বিভাগীয় সচিবালয়ে একটি ৩০ একর ডুরিয়ান গ্রাম প্রতিষ্ঠিত করা হবে।

Exit mobile version