জিভি অভিব্যক্তিঃ #সুদানবিদ্রোহ সম্পর্কে আপনার সবকিছু জানা প্রয়োজন

সুদানের কয়েক ডজন সক্রিয়কর্মী সুদানে মানবাধিকার লংঘনের প্রতিবাদে সারা বিশ্ব ব্যাপী অনশন ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। #স্ট্রাইকফরসুদান ব্যানারের অধীনে, কর্মীরা গত ২০ অক্টোবর থেকে ওয়াশিংটন ডিসি’র হোয়াইট হাউজের সামনে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছেন। গত মাসে সুদানের সরকার বন্দুক এবং টিয়ার গ্যাস দিয়ে তাঁদের শান্তিপূর্ণ বিক্ষোভে সাড়া দিয়েছিল। এতে ২০০ জনেরও বেশী নিহত এবং দুই হাজারেরও বেশি প্রতিবাদকারী গ্রেফতার হোন। এমনকি সেসময় কিছু প্রতিবাদকারীকে নির্যাতনেরও শিকার হতে হয়।

আহত এবং খুন হয়ে যাওয়া প্রতিবাদকারীর গ্রাফিক ছবি সামাজিক মিডিয়ার মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেটি ২০০৯ সাল থেকে তৈরি হওয়া সুদানের বিপ্লবের কথা তুলে ধরেছে। এই অভ্যুত্থানের পেছনে রয়েছে গিরিফনা নামক একটি অহিংস তৃণমূল আন্দোলন, যার অর্থ “আমরা হতাশ”

এই সপ্তাহে আমাদের মেনা এডিটর আমিরাহ আল হুসেইনি ও উপ সম্পাদক সাহার হাবিব গাজী, আমাদের সুদান লেখক উসামাহ এম এবং মাগদি এল জিজলি এর সঙ্গে #সুদানবিদ্রোহ নিয়ে কথা বলবেন, যিনি সুদাণের প্রভাবশালী ব্লগের পিছনের মানুষ। আমরা তাকে জিজ্ঞাসা করব, কেন কিছু লোক চলমান এই বিক্ষোভকে পরবর্তী আরব বসন্ত হিসেবে অভিহিত করছেন?

আরও তথ্যের জন্য জিভি অভিব্যক্তিঃ #সুদানবিদ্রোহের ইভেন্ট পাতা ভিজিট করুন।

রাইনা নামের একজন লেখিকাকে বন্দির প্রতিবাদে নারী সক্রিয় কর্মীদের আন্দোলন। টুইটারে ছবিটি পোস্ট করেছে @গিরিফনা

Exit mobile version