তথ্যচিত্র: ফিলিস্তিনিদের জোরপূর্বক নির্বাসন

নাকবা দিবসের স্মৃতির উদ্দেশে “দৃশ্যমান ফিলিস্তিন” গ্রাফিক দল “চলমান বাস্তুহরণ” শিরোনামে তাদের সর্বশেষ তথ্যচিত্র মুক্তি দিয়েছে।

তাঁদের ফেসবুক পাতায় তাঁরা লিখেছেঃ

১৫ ই মে হচ্ছে নাকবার ৬৫ তম বার্ষিকী – যখন বর্তমানের ইজরাইল ভূখণ্ড থেকে ৭ লক্ষ পঞ্চাশ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়। ১৯৪৮ সালে সমগ্র ফিলিস্তিনি জনসংখ্যার ৫০ ভাগেরও বেশী অংশকে জাতিগতভাবে বিতাড়িত করা হয়।

নাকবার স্মৃতির এবং আজও যে নির্বাসন চলছে সে উদ্দেশে “চলমান বাস্তুহরণ” আমরা মুক্তি দিয়েছি। এটি হচ্ছে “ফিলিস্তিনিদের উদ্বাস্তু হওয়া এবং জমির ক্ষতির পরিমাণজ্ঞাপক তালিকা করার একটি চেষ্টা”

www.visualizingpalestine.org/disappearing-palestine

নিম্নলিখিত ছবিটি তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে (উচ্চ রেজল্যুশনের জন্য ক্লিক করুন)

ভিজুয়ালাইজিংপ্যালেস্টাইন এর সৌজন্যে

Exit mobile version