ইরান: নিরাপত্তা বাহিনী আরো একবার পোষা কুকুর আটক করছে

তেহরানে নিরাপত্তা বাহিনীর হাতে আটক পোষা কুকুর। ছবি ইরানস্পাকা.কম-এর, অনুমতিক্রমে প্রকাশিত।

ইরানের রাজধানী তেহরানে আবার পোষা কুকুর আটক করা শুরু হয়েছে, এবং ২০০৭ ও২০১১ সালে একই ধরনের ঘটনা ঘটেছিল। পরাবাস্তব কিন্তু সত্য। পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধে ইরানী সমাজ নামক প্রতিষ্ঠান সংবাদ প্রদান করেছে যে [ফরাসী ভাষায়], যখন কুকুরের মালিকেরা সেগুলোকে হাঁটাতে পারদেশিয়ান নামক উদ্যানে নিয়ে যায়, তখন সেগুলোকে গ্রেফতার করা হয়। কুকুরগুলোকে একটি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, যেটিকে আমরা জেল বলে অভিহিত করব। এই সব কুকুরের মালিকেরা এখন পর্যন্ত তাদের কুকুরগুলোকে উক্ত জেল থেকে ছাড়িয়ে আনতে ব্যর্থ হয়েছে। নীচের এই ভিডিওটি প্রদর্শন করছে যে, উক্ত কেন্দ্রে থাকা কুকুরগুলো অস্বস্থিকর অবস্থায় রয়েছে। দৃশ্যত মনে হচ্ছে যে “মানুষের সেরা বন্ধু” প্রাণীটি ইরান সরকারের শত্রু।

ইরান সরকার কুকুর পোষাকে একটি অনৈসলামিক সংস্কৃতি বলে মনে করে, কিন্তু বেশীরভাগ ক্ষেত্রে তারা বিষয়টিকে মেনে নেয়। এটি সম্ভব হয়েছে কারণ ইরানে যারা কুকুর পোষে, তাদের বেশীর ভাগই শহুরে এবং শিক্ষিত তরুণ। তবে সম্ভবত কুকুর এখন আরো বেশী সরকারী ঘৃণার জন্ম দিচ্ছে।

Exit mobile version