আরব বিশ্ব: ধুলা সমস্যা জানাতে নেটনাগরিকেরা টুইটারে

একটি বিশাল ধূলার ঝড় উপসাগরীয় অঞ্চলে আঘাত করলে ইয়েমেনে বিমান চলাচলে বিঘ্ন ঘটে এবং সৌদি আরবে স্কুল বন্ধ হয়ে যায়। ইয়েমেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের নেটনাগরিকেরা অভিযোগ করতে টুইটারে বসে পড়েন।

আরব আমিরাতের দুবাই থেকে ইয়াদ এল-বাগদাদী অভিযোগ করেন:

@ইয়াদ_এলবাগদাদী: হায় খোদা চারিদিকে ধুলা, আমার চোখে, আমার নাকে, আমার ডেস্কে, আমার আংগুলের মাঝে, আমার চশমায়, কী-বোর্ডের উপরে, এবং আমার বদ্ধ সব ঘরের ভিতর।

কাতার থেকে হান্নাহ অনুযোগ করেন:

@এইচশুরি: দোহাতে এই ধুলা নিয়ে আমি খুব হতাশ। শুদ্ধ বাতাস যে কী তা আমার পক্ষে মনে করা কঠিন!

আমিরাতের আবু ধাবি থেকে আহমেদ আল হাশেমি লিখেছেন:

@এডিহাশেমি: এতো ধুলা মেখেছে যে এটা পরিষ্কার করতে আমাকে কার ওয়াশ (গাড়ি ধোবার স্থান) করতে হবে। সত্যি সত্যি আমার চোখকে বারবার আক্রমণ করে বিষয়টিকে আরো খারাপ করেছে।

এবং পার্শ্ববর্তী দুবাই থেকে ওযায়ের তাহের এর সাথে যোগ করেছেন:

@ওযায়ের২৫: ধুলা, ধুলা, ধুলা, ধুলা, এবং ধ-উ-ল-আকার। “আসলেই আমাদের সবার বৃষ্টির জন্যে প্রার্থনা করা উচিৎ!” #দুবাই

বৃষ্টির কথা ওয়ায়েল আল জাবেরের মনেও। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে আল জাবের লিখেছেন:

@ডাব্লিউ_যাবের: সে এক বিশ্রী মুহূর্ত, মানুষ যখন বৃষ্টির কথা বলছে তখন আমি শুধু ধুলাই দেখি #রিয়াদআবহাওয়া

রিয়াদে বসবাস এবং কর্মরত নরওয়ের হোটেল ব্যবসায়ী হাকন গার্ডার লারসেন লক্ষ্য করেছেন:

@হাকন_জি_লারসেন: কী মশকরা, রিয়াদে এক সপ্তাহব্যাপী বালুঝড় এবং ধুলার জন্যে পরবর্তী সপ্তাহে আমাকে কায়রোর দূষিত বাতাসের দিকে তাকিয়ে থাকতে হয়

আর হিশাম ওয়েইন কৌতুক করেছেন:

@হিশামওয়েইন: এটা বালুঝড় নয়, শুধু ধুলা দ্রুতই দলা বাঁধছে। তাদের প্রত্যেকের আবার চারটে করে বউও রয়েছে।

এদিকে ইয়েমেনের সানা’তে ধুলাঝড়ের কারণে স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়েছে। নুন এরাবিয়া ব্যাখ্যা করেছেন:

@নুনএরাবিয়া: আগামীকাল এবং তারপরেও বন্ধ থাকবে “@উওম্যানফ্রমইয়েমেন: #সানা’তে ধুলাঝড়ের কারণে স্কুলগুলো আজ বন্ধ করা হয়েছে #ইয়েমেন”

Exit mobile version