সিরিয়াঃ রাজান ঘাজ্জাউয়ি এবং তাঁর মহিলা সহকর্মীদের ছেড়ে দেওয়া হয়েছে

এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১/১২–এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।

সিরিয়ার ব্লগার এবং বাক স্বাধীনতার সোচ্চার প্রবক্তা রাজান ঘাজ্জাউয়িকে তাঁর মহিলা সহকর্মী সহ মুক্ত করে দেওয়া হয়েছে। রাজানের বোন এই সংবাদটি প্রদান করেছে, যে আজ সন্ধ্যায় টুইট করেছ:

@নাদিন ঘাজ্জাউয়ি: আমার বোন এখন ঘরে 🙂 তবে সে এখন দেশত্যাগ করতে পারবে না… তারা তাকে দেশ ত্যাগ করার অনুমতি প্রদান করেনি।

রাজানের সমর্থকরা, রাজান এবং তাঁর মহিলা সহকর্মীদের মুক্ত করে দেবার আহ্বান জানাতে এই পোস্টার ব্যবহার করেছে।

এদিকে একই সময়ে এই কথাগুলো লেখা হয়েছে, রাজানের পুরুষ সহকর্মীদের এখনো কারাগারে আটকে রাখা হয়েছে, ফেসবুকে ফ্রি রাজান পাতার সূত্রানুসারে:

সিরিয়ার মত প্রকাশ স্বাধীনতা কেন্দ্র-এর (এসসিএম, সিরিয়ান সেন্টার ফর ফ্রিডম অফ এক্সপ্রেশন) রাজান এবং তাঁর সকল মহিলা সহকর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে, রাজান এখন মুক্ত!

এ সপ্তাহের শুরুতে, সিরিয়ার রাজধানী দামেস্ক-এ মত প্রকাশ স্বাধীনতা কেন্দ্র-এ চালানো পুলিশি অভিযানের সময় রাজান এবং তাঁর ১৩ জন সহকর্মীকে গ্রেফতার করা হয়েছিল।

এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১/১২–এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।

Exit mobile version