সিরিয়াঃ রমজানের প্রারাম্ভে হামা শহরে ট্যাঙ্কের প্রবেশ

এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ-২০১১ এর করা বিশেষ কাভারেজের অংশ

রমজান মাস শুরুর প্রাক্কালে সিরিয়ার সেনাবাহিনী হামা শহরে প্রবেশ করে, সংবাদ পাওয়া গেছে এই ঘটনায় ৪৫ জনের মত ব্যক্তি নিহত হয়েছে রোবরার ৩১ জুলাই, বেলা ১১.00 টার সময় পর্যন্ত এই পরিমাণ নিহতের সংবাদ পাওয়া গেছে। এই হামলা বিশেষ করে সিরিয়ার নাগরিকদের মাঝে আলোড়নের সৃষ্টি করেছে , যখন হামা নামক শহরটি আধুনিক ইতিহাসে সবচেয়ে বীভৎস এক গণহত্যার শিকার হল।

এরপর আসতে শুরু করা বেশিরভাগ টুইট ছিল এই ঘটনা সংক্রান্ত। এর অনেকগুলো ছিল সিরিয়ার অভ্যন্তরের আর কিছু ছিল বাইরের বিশ্ব থেকে আসা, যেগুলো এই হত্যার নিন্দা জানিয়েছে। এর মধ্যে অনেকে আন্তর্জাতিক পর্যায়ে সেই পরিমাণ বিক্ষোভ দেখা না দেওয়ায়, তাদের ক্ষোভ প্রকাশ করেছে। এখনো অন্য অনেকে, যেমন, দিকালজেন৯৬৩, হামা থেকে আসা সংবাদের বিষয়ে তার সংশয় প্রকাশ করেছে।

টুইটার থেকে আসা সকল প্রকৃত সংবাদের বিষয়ে দৃষ্টিভঙ্গি প্রদানের ক্ষেত্রে, একটি সংবাদ সঠিক। দেবকাফাইল সংবাদ প্রদান করছে : “হামা শহরের ৪০০,০০০ জন বাসিন্দার পানি, বিদ্যুৎ, এবং ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে “.

এদিকে হামা থেকে কয়েকটি ভিডিও পাওয়া গেছে।

শামস নিউজ নেটওয়ার্ক -এর কাজ থেকে একটি অস্পষ্ট ভিডিও পাওয়া গেছে, যাতে দেখা যাচ্ছে যে শহরে ট্যাঙ্কের প্রবেশ ঘটছে:

আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, শহরের ভেতরে কালো ধোঁয়া উড়ছে:

বিবিসি-এর সাংবাদিক সাইমা খাহলিল নির্দেশ করছে যে শহরের এই ঘটনার সময় সরাসরি ধারন করা ভিডিও এখন নেটে পাওয়া যাচ্ছে। সংরক্ষিত এই সব ভিডিও এখানে পাওয়া যাবে।

হামা শহরে পেশাদার কোন সাংবাদিক উপস্থিত না থাকা ফলে, সংবাদের জন্য একটিভিস্ট এবং নাগরিক সাংবাদিকদের উপর নির্ভর করতে হচ্ছে, যাদের জন্য ছবি তোলা এবং ভিডিও ধারণ করা অনেক ঝুঁকির বিষয়। তবে সিরিয়ার কিছু একটিভিস্ট, যেমন @অয়াইসামতারিফ এবং @মালাথউমারান ক্রমাগত টুইটারে মাধ্যমে সংবাদ প্রদান করে গেছে।

এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ-২০১১ এর করা বিশেষ কাভারেজের অংশ

Exit mobile version