বাহরাইন: প্রধান হাসপাতাল লুলু রাউন্ডএ্যাবাউটের সংঘর্ষে আহত ব্যক্তিতে ভরে গেছে

এই পোস্টটি ২০১১ সালের বাহরাইনের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ

ভোর বেলায় লুলু রাউন্ডএ্যাবাউটে হামলা চালানো হয়। এই এলাকাটি ১৪ ফ্রেব্রুয়ারি ২০১১, তারিখ হতে বাহরাইনে যে সরকারি বিরোধী বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে তার কেন্দ্রবিন্দু। এই হামলায় আহত অনেককে দ্রুত সালমানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজন লোক মারা গেছে।

যখন আহত প্রতিবাদকারীদের সংখ্যা বাড়তে থাকে, তখন হাসপাতালের অবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। আহত ব্যক্তিদের রক্তদানের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।

@বাহরাইনরাইটস: সালমানিয়া হাসপাতালে এক আহত ব্যক্তির ছবি, ছবিটি বেশ পীড়াদায়ক।@মারিয়ামআলখাওয়াজা: http://yfrog.com/h0kkwdmj”#বাহরাইন (পুরো ছবির জন্য ক্লিক করুন)

@কাসসোম:#লুলুরাউন্ডএ্যাবাউটে যে সমস্ত ব্যক্তি আহত হয়েছে, তাদের জন্য জরুরী ভিত্তিতে রক্ত দান করার আহ্বান জানানো হচ্ছে#ফেব১৪,#বাহরাইন#লুলু।

@এসটি_সাইক্লোন:#বাহরাইন, রক্ত দান করার জন্য আহ্বান জানানো হচ্ছে!! রক্ত দান করার জন্য আহ্বান জানানো হচ্ছে!! রক্ত দান করার জন্য আহ্বান জানানো হচ্ছে!!রক্ত দান করার জন্য আহ্বান জানানো হচ্ছে!! রক্ত দান করার জন্য আহ্বান জানানো হচ্ছে!!

যখন এই লেখাটি লেখা হচ্ছে, সে সময় টুইটার থেকে বেশ কিছু সংবাদে জানা গেছে যে, নিরাপত্তা বাহিনী হাসপাতাল ঘিরে রেখেছে এবং কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে।

@মাজেনমাহদি: হাসপাতালের চারপাশে প্রচণ্ড সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। একজন পুলিশ কর্মচারীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে#বাহরাইন#ফেব১৪

@নাদোই_উইশ: সামরিক বাহিনীর লোকেরা এটিকে (সালমানিয়া হাসপাতাল) ঘিরে রেখেছে!!#লুলুরাউন্ডএ্যাবাউটে যাবার সকল রাস্তা বন্ধ করে রাখা হয়েছে!

এই পোস্টটি ২০১১ সালের বাহরাইনের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ

Exit mobile version