ইরান: সবুজ বিপ্লব নিয়ে শিল্পকর্ম ও অঙ্গসজ্জা

ইওসি লোমেল

কোথায় আমার ভোট” হচ্ছে ইরানের সবুজ বিপ্লব নিয়ে ১৫০টি পোস্টারের একটি প্রদর্শনী যা নিউ ইয়র্কের স্কুল অফ ভিজুয়াল আর্টসে অনুষ্ঠিত হয় (৩০শে আগস্ট থেকে ২৫শে সেপ্টেম্বর)। সারা বিশ্বের গ্রাফিক আর্টসের শিল্পীদের আঁকা এইসব পোস্টার (ইওসি লোমেলএর কাজ উপরে দেখা যাচ্ছে) ইরানে ২০০৯ সালের রাষ্ট্রপতি নির্বাচনের পরবর্তী প্রতিবাদকে সমর্থন করছে। এইসব চিত্রকর্ম আগামী নভেম্বরে বোস্টনেও প্রদর্শিত হবে

এই আন্তর্জাতিক শৈল্পিক আন্দোলনের মধ্যে যুক্ত ছিল সাইবার নাগরিক, ব্লগার এবং সাহসী ফটোব্লগাররা। নিউ ইয়র্কের স্কুল অফ ভিজুয়াল আর্টসের যোগাযোগ বিভাগের সহকারী পরিচালক জন ভিসনিউস্কি গ্লোবাল ভয়েসেসকে ইমেইলের মাধ্যমে জানিয়েছেন:

ইরানে গত গ্রীষ্মের নির্বাচনের সময় গ্রীন বার্ড ছদ্মনামের একজন ইরানী ফটোগ্রাফার সারাবিশ্বের গ্রাফিক আর্টস শিল্পীদের কাছ অনুরোধ করে যে তারা যেন ইরানের সবুজ আন্দোলনকে সমর্থন করে পোস্টার আঁকে। এরকম একজন শিল্পী আদ্রেয়া রাউখ, যার কাছে তিনি আবেদন রেখেছিলেন, এই সব পোস্টারকে সোশ্যালডিজাইনজিন ওয়েবসাইট এ তুলে দেন। এই সাইটটি ইটালিয়ার গ্রাফিক আর্টস শিল্পীদের সংঘের ওয়েবসাইট যেটির সম্পাদক হচ্ছে রাউখ। এই সাইটটিতে প্রায় ২০০টি সংগৃহিত পোস্টার দেখা যাবে।

ভিসনিউস্কি গ্রীন বার্ডের একটি ইমেইল থেকে উদ্ধৃত করেছেন:

এখানে গ্রীন বার্ডের একটি মূল ইমেইল:
“কেমন আছ বন্ধু? আশা করি ভাল আছ। আমার মন ভাল নেই। ইরানে অনেক লোক মারা যাচ্ছে (ইরান নির্বাচনের পর। যেসব ছেলেমেয়েরা মারা গেছে সম্প্রতি তাদের নিয়ে মন ভারাক্রান্ত। ইরানের বর্তমান অবস্থার আন্তর্জাতিক মনোযোগের প্রয়োজন আছে। এবং আমার মতে বিশ্বের নামকরা শিল্পীদের এর প্রতিবাদে অংশ নেয়া উচিৎ। তুমি খুব ভাল গ্রাফিক চিত্রশিল্পী। আমি অনুরোধ করছি তুমি যেন আতি সত্বর একটুই পোস্টার এঁকে এই আন্দোলনকে সমর্থন কর। এই দিরগুলোতে আমার মত তুমিও একজন ইরানী। তুমি যদি তা মান তবে অনুগ্রহ করে আমাদের (সবুজ আন্দোলনের) প্রতি এভাবে সাহায্যের হাত বাড়াও।”

সেই ইমেইলে গ্রীনবার্ড বিশ্বের সবার জন্যে প্রতিবাদের কিছু ছবি পাঠিয়েছে।

শেষে ভিসনিউস্কি বলেন যে “সবুজ চিত্রকর্মের” মূল অন্তর্নিহিত বিষয়গুলো হবে: “একতা, স্বাধীনতার আকাঙ্খা, বিশ্বাসঘাতকতা এবং আশা।”

Exit mobile version