ইরান: ছাত্ররা আবার আহমাদিনেজাদকে চ্যালেঞ্জ করেছে

তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের শত শত ছাত্র ১০ মে তাদের বিশ্ববিদ্যালয়ে ইরানের রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিনেজাদের আগমনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। তারা তার বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেয়, যেমন “স্বৈরশাসকের লজ্জা রয়েছে” এবং “বিশ্ববিদ্যালয়কে মুক্ত কর” ।

ছাত্রদের উপর নিরাপত্তা ও বাসিজ (ইরান সরকারের আধা সামরিক স্বেচ্ছাসেবক দল) বাহিনী হামলা চালায়:

মনে হচ্ছে যতবার ইরানের রাষ্ট্রপতি একটি বিশ্ববিদ্যালয় গমন করে, সেখানে শত শত ছাত্র তার আগমনের বিরুদ্ধে প্রতিবাদ করে। গত সপ্তাহে তেহরানে আমরা একই ধরনের ঘটনার সাক্ষী হলাম।

Exit mobile version