চীন: গুগুলকে বিদায় জানানো

চীনের মূলভূমির জন্যে গুগুলের সার্চ ইঞ্জিন গুগুল.সিএন ২৩শে মার্চ ভোরে বন্ধ করে দেয়ার ফলে সার্চের অনুরোধগুলো এখন তাদের হং কং এর অংশের দিকে চলে যাবে। তাই সারা দিনব্যাপী কোম্পানির সমর্থকরা তাদের শেষ শ্রদ্ধা জানাতে বেইজিং এর গুগুলের হেডকোয়ার্টারে গিয়েছেন।

গুগুল যখন প্রস্তুত হচ্ছে (আংশিকভাবে) চলে যাওয়ার জন্যে, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি, চীনা সরকার আর, গুগুলের জন্য – যা বিল বিশপ দিগিচাতে বলেছেন

যখন গুগুলের লোগোর নীচে গুগুলের ফ্যান (আর সাদা পোশাকের পুলিশ) একত্র হচ্ছিল, তখন নেট নাগরিক গাও মিং বেশ কয়েকজন মানুষের সাক্ষাৎকার নিয়েছেন যে গুগুলের স্থানীয় সার্ভিসের মধ্যে কোনটির অভাব তারা অনুভব করবেন।

[সর্বশেষ: ইউকু প্লাটয়র্ম থেকে গাও মিং এর ভিডিও সরিয়ে নেয়া হয়েছে, কিন্তু একটা প্রতিলিপি (নীচে) ডটসাবে সংরক্ষন করা আছে]
[তাজা খবর: একজন একটি রেকর্ডিং আপলোড করেছেন যাতে দেখা যাচ্ছে বেইজিং পুলিশ যেখানে গুগুলের ভক্তদের চলে যেতে বলছেন। এর পরে তাদের গ্রাস মাড হর্স গান গাইতে শোনা যাচ্ছে]

পরে সন্ধ্যায়, প্রায় একশ জনের সমর্থকরা গ্রাস মাড হর্স গান গাইতে শুরু করেন, যতক্ষণ না পুলিশ তাদের আলাদা করে। আন্ডার দ্যা জাকারান্ডা ট্রি ব্লগের লেখক সি.এ. ইউং এই সময়ে টুইটারে জানিয়েছেন যে: ১০ জনের বেশী চীনা মানবাধিকার কর্মী আর অনেক বেশী নেটিজেন গুগুল চীন হেডকোয়ার্টারে একত্র হচ্ছেন।“

রাত ১০ টার ঠিক পরে, তাদের মধ্যে একজন, আইনজীবী টেং বিয়াও, টুইটারের মাধ্যমে জানিয়েছেন যে ভীড় কমে যাচ্ছেজেসন এনজির একটা ছবি দেখাচ্ছে যে গুগুলের লোগোর উপরে যে ফুল আর কাপ ছিল তা সরিয়ে নেয়া হয়েছে।

Exit mobile version