ইরান: কুদস প্রতিবাদ দিবসের ভিডিও

quds0সেপ্টেম্বরের ১৮ তারিখে ইরানের প্রতিবাদকারীরা সবুজ পোশাক পরে, বিরোধীদের সমর্থন করার জন্য। তারা তেহরান, শিরাজ, ইস্পাহান এবং অন্য বেশ কয়েকটি শহরের রাস্তায় আরো একবার জড়ো হয় ইরান সরকার বিরোধীতা করার জন্য ও একনায়কতন্ত্রের প্রতিবাদ করার জন্য।

দিনটি ইরান সরকার কুদস দিবস (ইরানে এই দিনটি পালন করা হয় ইজরায়েলের বিপক্ষে ফিলিস্তিনিদের সমর্থন করার জন্য) হিসেবে পালন করে থাকে। কিন্তু এবার বিরোধীরা বিদেশী ভূমি স্বাধীন করার বদলে স্বদেশের স্বাধীনতার জন্য আহ্বান জানান।

ইরানের প্রতিবাদকারীরা স্লোগান দিচ্ছিল “গাজা বা লেবানন নয়! আমার জীবন ইরানের জন্য উৎসর্গীকৃত! স্বৈর শাসক নিপাত যাক! এবং রাশিয়া নিপাত যাক’।

লোকজন যে শোভা যাত্রায় অংশ নিয়েছে সেই তথ্য জানাচ্ছে ছবি (উপরের) এবং ভিডিও।

বিরোধী নেতাদের সমর্থন করা

তেহরানের কেন্দ্রীয় অংশ কারিমখানে প্রতিবাদকারীরা বিরোধী নেতা মীর হুসেন মৌসাভীমেহদি কারুবীর সমর্থনে আওয়াজ তুলে।

শহীদের মা

জুনের বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচনের কিছু দিন পরে এক প্রতিবাদ বিক্ষোভের সময় সোহরাব আরবী নামের এক তরুণ মারা যায়। তার মা কুদস দিবসের প্রতিবাদ বিক্ষোভে অংশগ্রহণ করে (নিচের আই রিপোর্ট ভিডিওতে যেমনটা প্রদর্শন করা হচ্ছে)। সে সময় জনতা আওয়াজ তুলে সোহরাব বেঁচে আছে! এবং সরকার মারা গেছে!

আইরিপোর্টে প্রতিবাদের আরো অনেক ভিডিও।

সরকারকে সতর্ক করা

প্রতিবাদকারীরা তেহরানের ভেসাল সড়কের আওয়াজ তুলে, এটাই তোমাদের জন্য শেষ সতর্ক বার্তা, গ্রীন আন্দোলন বাড়ছেই!

সিরাজ: রাশিয়া নিপাত যাক

সিরাজ শহরের প্রতিবাদকারীরা কুদস দিবসে শোভাযাত্রা বের করে, কিন্তু তারা ইজরায়েলের বদলে রাশিয়ার বিরুদ্ধে স্লোগান দেওয়াকেই পছন্দ করেছে। এই ব্যাপারটি ঘটে তখন, যখন ইরানের বিরোধীরা রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ আনে যে তারা ইরান সরকারের দমনকারী বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে।

Exit mobile version