ইরান: “কুদস দিবসে” আরো প্রতিবাদের পরিকল্পনা

ইরানের প্রতিরোধ আন্দোলন কারীরা এক ভিন্ন উপায়ে ইরান সরকারের বিরোধিতা করেই চলেছে, তারা রাতের বেলায় ছাদের উপর থেকে আওয়াজ তুলছে আল্লাহু আকবার (আল্লাহ মহান), এটি (প্রতিবাদের সময় তোলা এক উৎসাহ ব্যঞ্জক আওয়াজ) সাধারণত কুদস (জেরুজালেম) দিবস প্রতিপালনের সময় তোলা হয়।

আল কুদস দিবস আরবীতে জেরুজালেমকে বোঝানো হয়- যা এ বছরের ১৮ই সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়েছে। ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের সরকার এই দিবসটিতে ইজরায়েলের নিন্দা ও প্যালেস্টাইনীদের প্রতি সমর্থন জ্ঞাপন করার জন্য পালন করে থাকে।

কিন্তু এ বছর ইরানের প্রতিবাদকারীরা (গ্রীন মুভমেন্ট বা সবুজ প্রতিবাদ) এখনো ইরানের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল নিয়ে তর্ক করছে। জুন মাসের এই নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিনেজাদকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিবাদকারীরা এই ফলাফলের বিপক্ষে ইরানী কর্তৃপক্ষ বিরোধিতা করছে এবং তেহরান ও অন্যান্য শহরে আরো একবার রাস্তায় প্রতিবাদ করেছে।

এখানে এক ভিডিওতে মীর হুসেন মুসাভীর ছবি দেখা যাচ্ছে। তিনি সংস্কারপন্থী নেতা এবং প্রধান বিরোধী প্রার্থী, তার এই ছবি ইরানের নায়াইয়েশের সড়কের উপর এক সেতুতে যুক্ত করা হয়েছে, এর সাথে এক শ্লোগান রয়েছে, “কুদস দিবস, সবুজ”।

ইরানের অনলাইন সিটিজেন মিডিয়ায় এই ঘটনার উপর বেশ কিছু ডিজাইন ও ছবি তৈরি করা হয়েছে যা দেশটির প্রতিবাদের ভাবটিকে ধারণ করেছে।

লেবানন বা গাজা নয়, আমার জীবন তৈরি রয়েছে ইরানকে উৎসর্গ করার জন্য

“কুদস দিবস, গৌরবান্বিত সবুজ ইরানী জাতী”

সব জায়গা সবুজ রঙ ধারণ করছে

“সকল কিছু কুদস দিবসে”

ইরানী ব্লগার নিয়াক১নিসাত লিখেছেন:

“ইরানের সংস্কার পন্থী ওয়েবসাইট অনুসারে ৩০তম আন্তর্জাতিক কুদস দিবস এ বছর সবুজ আকার ধারণ করবে, বিরোধী নেতা কারোবী, খাতামি এবং মুসাভী সকলেই এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে, যা ঐতিহ্যগতভাবে ইরানের সকল শহরে অনুষ্ঠিত হয়ে থাকে”।

মেহেরশাদ লিখেছেন [ফার্সী ভাষায়] “… যদি কেউ বর্তমান অবস্থার প্রতিবাদ করতে চান, তাহলে কুদস দিবসে সবুজ রং ধারণ করুন”।