ডুগুডারটিভি: অলাভজনক সংস্থার জন্য ভিডিও পুরস্কার

ডুগুডার টিভি ২০০৯ অলাভজনক সংস্থার জন্য ভিডিও পুরস্কার এর জন্যে ভোটের সময়সীমা শেষ হচ্ছে আজ শনিবার ২৫শে এপ্রিল ২০০৯। তাই এখন সময় এই সাইটে গিয়ে দেখা যে বিভিন্ন সংস্থা কর্তৃক আপলোড করা ভিডিওগুলো কোন বক্তব্য প্রচার করছে। আজকে আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর উপর কেন্দ্রীভূত প্রতিযোগীতার বেশ কয়েকটি ভিডিও দেখাব।

ডুগুডার সাইটে এ বছরের মূল বিষয় নিয়ে কিছুটা আলোকপাত করা হয়েছে:

ডুগুডারটিভি অলাভজনক সংস্থার জন্য ভিডিও পুরস্কারের মাধ্যমে এমন সব সংস্থাকে তুলে ধরে যারা ভিডিওকে ব্যবহার করে সামাজিক পরিবর্তন আনতে সচেষ্ট। এবছরের থীম (মূল প্রতিপাদ্য) হচ্ছে “সবাই এটি করছে”। এটির উদ্দেশ্য সব দৈর্ঘের এবং বিষয়ের ভিডিওকে অন্তর্ভূক্ত করা – বিভিন্ন সংস্থার তৈরি করা ভিডিও থেকে কর্মীদের ভিডিও, অথবা পেশাদার কর্তৃক উচ্চমানের ভিডিও। আপনার প্রতিষ্ঠান যদি ২০০৮ সালে কোন ভিডিও বানিয়ে থাকে – যে কোন ভিডিও – তাহলে আমরা তা দেখতে চাই।

ওয়াটার:চ্যারিটি সংস্থা একটি ভিডিও নিয়ে প্রতিযোগীতায় অংশগ্রহণ করছে যা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সুপেয় পানির অভাবের ব্যাপারটি তুলে ধরছে। এই চ্যারিটি (দাতব্য সংস্থা) স্থানীয়দের প্রশিক্ষণ দিচ্ছে এবং সাথে সাথে অর্থসংস্থানও করছে যাতে তারা খাবারযোগ্য পানির কুয়া তৈরী করতে পারে এবং তার দেখভাল করতে পারে। তারা স্বল্পদৈর্ঘের ক্যাটেগরীতে অংশ নিচ্ছে:

কর্মী – দীর্ঘ ক্যাটেগরীতে এলিফ্যান্টস অন দ্যা এজ একজন স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র নির্মাতা এবং অ্যাক্টিভিস্টের কাজকে তুলে ধরেছে যিনি থাইল্যান্ড এবং বার্মায় অবৈধ হাতির কেনাবেচার ব্যাপারটি তদন্ত করছেন। তিনি সমর্থ হয়েছেন পাচার হয়ে যাওয়া একটি গর্ভবতী হাতিকে কিনে অভয়ারণ্যে পৌছে দিতে।

এই একই ক্যাটেগরীতে “শেয়ারিং হোপ” (আশা জাগানো) দেখাচ্ছে যে একটি দাতব্য সংস্থা কিভাবে তান্জানিয়ায় ছাত্রীদের নিয়ে স্কুলের পরে পাঠচক্র তৈরী করছে। তারা বই এবং অন্যান্য স্কুলের সরন্জাম সরবরাহ করছে এবং বিশ্বাস করে যে ছেলেদের চেয়ে মেয়েদের শিক্ষিত করার মাধ্যমে সমাজ বেশী লাভবান হতে পারে।

এবং পরবর্তী ভিডিও “আপনার অফিস পরিবেশ বান্ধব করার জন্যে আস্ক উম্ব্রার ভিডিও পরামর্শ” কর্মীদের স্বল্পদৈর্ঘ ক্যাটেগরীতে প্রতিদ্বন্দ্বীতা করছে। এর মাধ্যমে অনেক তথ্য আপনি পেতে পারেন। যেমন আর্থ ডেতে সারা বিশ্ব কিভাবে পৃথিবীর সীমিত সম্পদের সঠিক ব্যবহার সম্পর্ক সচেতনতা সৃষ্টি করতে পারে:

উপরের ভিডিওগুলো প্রতিদ্বন্দ্বীতায় রত ভিডিওগুলোর মধ্যে কয়েকটি উদাহরণ মাত্র। বাকীগুলো দেখার জন্যে ডুগুডারটিভি সাইটে চলে যান এবং আজকে ভোটের শেষ দিনে যদি যান তাহলে ভোট দিতে ভুলবেন না।

Exit mobile version