সিরিয়া: রেড ক্রিসেন্ট গাজায় কনভয় পাঠাচ্ছে

আজকে (৪ঠা জানুয়ারী) সিরিয়া নিউজ ওয়্যার জানিয়েছে যে সিরিয়ার রেড ক্রিসেন্ট গাজায় সাহায্য পাঠানোর চেষ্টা করছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সদস্য এই মানবাধিকার দল সফল হয়েছে গাজায় ১১টা লরি সমেত ২৩০ টন খাদ্য আর ঔষধ পাঠাতে।

সিরিয়া নিউজ ওয়্যার বিস্তারিত জানাচ্ছে:

রেড ক্রিসেন্ট ট্রাক পাঠাচ্ছে, স্বেচ্ছাসেবীরা সিরিয়াব্যাপী দান গ্রহন করার পরে। তারা ঔষধ আর খাদ্য নিয়ে যাচ্ছে।

শনিবার সকাল ১০টায় তারা সিরিয়া ছেড়ে জর্ডানে প্রবেশ করবে গাজাতে প্রবেশ করার পথে। তাদের অগ্রগতি যদি আপনি দেখতে চান, বা দান করতে চান, তাদের লাইভ টুইটার ফিড এখানে পড়তে পারেন।

ছবির এইসব ব্যক্তির কাছে আমাদের কৃতজ্ঞতার দেনা আছে। স্বেচ্ছাসেবী তাদের সময় দেয়ার জন্য – আর যারা দান করেছেন, তাদের অর্থ দেয়ার জন্য।

আনাস কিটেশ, জিভি আরবীর একজন অনুবাদক, আর রেড ক্রিসেন্টের দীর্ঘ সময়ের স্বেচ্ছাসেবী এবং সংস্থার ওয়েব ২.০ প্রচেষ্টায় কাজ করছেন, তাদের সফলতার উপরে টুইটার আপডেট দিচ্ছেন। আর একই সাথে অনুসারীদেরকে জানাচ্ছেন কি করে তারা তাদের প্রচেষ্টাকে সমর্থন করতে পারে:

*টিকা: আমেরিকায় বলবৎ নিষেধাজ্ঞার জন্য যারা আমেরিকায় আছেন তারা হয়তো সিরিয়ার আরব রেড ক্রিসেন্টে দান করতে পারবেন না। আমেরিকার একটি ভাল সংস্থা যেখানে দান করতে পারেন সেটা হলো মধ্য প্রাচ্য শিশুদের অ্যালায়েন্স

গাজায় যাওয়ার পথে কনভয়ের ছবি ফ্লিকারে পোস্ট করা আছে:

রেড ক্রিসেন্ট একটা ইউটিউব চ্যানেল তৈরী করেছে যেখানে তারা শীঘ্রই তাদের কাজের ভিডিও পোস্ট করবে, আর একটা ফেসবুক গ্রুপ খোলা হয়েছে কথাটা ছড়াবার জন্য।

Exit mobile version