ইরান: আবেগী শিল্পী রাসুলোভ স্মরণে

এ বছর আগস্ট মাসের শেষে ইরানগামী বোয়িং ৭৩৭ বিমানটি দুর্ঘটনায় ভেঙে পড়ায় প্রাণ হারান ৬৮ জন যাত্রী। এই দুর্ঘটনার শিকার হলেন ইরানের নবীন শিল্পী মহসীন রাসুলোভ-ও। রাসুলোভ নেশায় ছিলেন আদ্যন্ত আলোকচিত্রী, শিল্পী, কার্টুনিস্ট এবং ছবি-ব্লগার।

খবরে প্রকাশ, বিমানটিতে ৯০ জন যাত্রী ছিলেন। গত ২৪ আগস্ট কিরগিজস্তানের রাজধানী বিশকেক বিমানপোতের অদূরেই বিমানটি দুর্ঘটনায় পড়ে। বহু ইরানী ব্লগার, ছবি ব্লগার, এবং শিল্পীরা তাঁদের ব্লগে এবং সাইটে চব্বিশ বছর বয়সী এই প্রতিভাবান আলোকচিত্রীকে স্মরণ করেছেন।

ইরানী ছবি-ব্লগার এবং রাসুলোভের বন্ধু কসুফকে অনেক ধন্যবাদ — তার সহায়তায় আমরা এখানে রাসুলোভের কিছু সৃষ্টি উপস্থাপন করছি। তাঁর ছবির তিনটি শ্রেণী এখানে প্রকাশ করা হল, শিলাচিত্র, শহর-জীবন এবং ব্যক্তিগত সৃজন।

আপনারা রাসুলোভের বেশিরভাগ ছবিই দেখতে পারেন তাঁর নিজস্ব ছবি-ব্লগ ‘মুজভিল‘-এ। বিমান দুর্ঘটনার মাত্র পাঁচ দিন আগে শেষ ছবিটি আপলোড করা হয়েছে।

শহর জীবনের অনেক ছবিই রাসুলোভ তুলেছেন, তার মধ্যে একটি…

অথবা এইটি দেখুন, এই ছবিতে বিরুপ প্রকৃতির সামনা সামনি হবার সাহস আমাদের বিস্মিত করে…

শিলাচিত্র (গ্রাফিটি) রাসুলোভের অন্যতম পছন্দের বিষয় ছিল, এবং তাঁর সৃষ্টি তাঁকে খ্যাতিমান করেছে…

রাসুলোভের আরো শিলাচিত্র দেখা যাবে এইখানে

Exit mobile version