জামাইকা, মার্টিনিক, ত্রিনিদাদ ও টোবাগো: আলোকিত পথ

জামাইকার সাহিত্যিক ব্লগার জেফ্রী ফিলিপস (মার্টিনিকের) জনপ্রিয় কথাসাহিত্যিক এইমে সেজায়ারের মৃত্যুকে ভুলতে পারছেন না; “যদি কোন জীবনের চলার পথের লক্ষ্য থাকে স্বাধীনতা তাহলে এইমে সেজায়ার হচ্ছে সেই পথের আলো।” ওদিকে ক্যারিবিয়ান ফ্রি রেডিওর ব্লগার স্মরণ করছেন তার প্রকাশিত একটি পডকাস্ট যাতে তিনি ব্যবহার করেছেন “সেজায়ারের একটি আবৃত্তি, তার মার্জিত ফরাসী উচ্চারনে এবং জাজ সঙীতের সাথে, তার মহাকাব্য “দেশে ফেরার খাতা” থেকে , যার শুরু হয়েছে তার নামকরা দ্ব্যর্থক প্রথম লাইন “অ বু দু পতি মাতাঁ” (প্রত্যুষের শেষে) দিয়ে।

Exit mobile version