[গ্লোবাল ভয়েসেস বিশেষ অনুষ্ঠান] ত্রিনিদাদ এবং টোবাগো: এলমুনিয়াম উৎপাদনকারীর বিরুদ্ধে প্রতিবাদ ইন্টারনেটের মাধ্যমে

আতিল্লাহ স্প্রিন্গার ত্রিনিদাদ এবং টোবাগোর একজন সাংবাদিক, প্রতিবাদী এবং একজন ব্লগার। তিনি একটি প্রতিবাদ আন্দোলনের সদস্য যা এই বছরের প্রথম দিকে ত্রিনিদাদের গ্রামান্চলের এক বসতি থেকে বৃহৎ এলুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যালকোয়াকে উৎখাত করেছে। এই প্রতিষ্ঠানটি সেই অন্চলে পরিবেশ দুষনকারী এলুমিনিয়াম গলানোর একটি বৃহৎ চুল্লী বসাতে চেয়েছিল।

এই পডকাস্টে আমি আতিল্লাহর সাথে আলাপ করব কিভাবে এই প্রতিবাদ কার্যক্রম সংগঠিত করার জন্যে ইন্টারনেট ব্যবহার করা হয়েছে।

[display_podcast]

প্রাসঙিক কিছু গুরুত্বপূর্ণ লিন্ক:

- নো স্মেল্টারস ইন ত্রিনিদাদ এন্ড টোবাগো ওয়েবসাইট

- রাইটস একশন গ্রুপ -ব্লগ

- স্মেল্টা ক্যারাভ্যান – ওয়েব সাইট

- সেভিং আইসল্যান্ড – আইসল্যন্ডের এন্টি স্মেল্টারস গ্রুপ

আতিল্লাহ আইসল্যন্ডের এন্টি স্মেল্টারস গ্রুপের প্রতিবাদকারীদের সাথে।

স্মেল্টা ক্যারাভ্যানের সামনে একজন প্রতিবাদকারী। এই মোবাইল ইউনিটটি বিভিন্ন অন্চলে গিয়ে এই আন্দোলন সম্পর্কে তথ্য প্রচার করেছে ও সমর্থন আদায় করেছে।

ত্রিনিদাদের ইউনিয়ন গ্রামের একজন: এখানে এলুট্রিন্ট আরেকটি চুল্লী বসানোর পরিকল্পনা করছে।

আতিল্লাহর পোর্ট্রেট: ক্যারিবিয়ানফ্রিফটো

অন্যান্য ছবি: আতিল্লাহ স্প্রিন্গারের সৌজন্যে

Exit mobile version