ছবিতে কর্পাস ক্রিস্টি মিছিল, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ

কর্পাস ক্রিস্টিও ত্রিনিদাদ ও টোবাগোতে রোপণের একটি ঐতিহ্যবাহী দিন

ত্রিনিদাদ সামুদ্রিক স্কাউটের বিভিন্ন দল ২০২৩ কর্পাস ক্রিস্টি উদযাপনের জন্যে পোর্ট অফ স্পেনের নিষ্কলুষ ধারণার ক্যাথেড্রালের সামনে প্রবেশ করছে৷ এই পোস্টের সমস্ত ছবি যেনাইন মেন্ডেস-ফ্রাঙ্কোর, অনুমতিসহ ব্যবহৃত।

ঐতিহ্যগতভাবে মাসের সাথে একটি মিছিলের মাধ্যমে ত্রিনিদাদ ও টোবাগোতে (এবং বিশ্বের অন্যান্য অনেক জায়গায়) ইউক্যারিস্টে যীশু খ্রিস্টের দেহের প্রকৃত উপস্থিতি উদযাপন করে কর্পাস ক্রিস্টির রোমান ক্যাথলিক উৎসব। তবে ত্রিনিদাদ ও টোবাগো ১৮টি দেশের মধ্যে একটি যেখানে এখনো বার্ষিক হুইটসনের পরে দ্বিতীয় বৃহস্পতিবার – একটি জাতীয় ছুটির দিন হিসেবে উৎসবের দিন পালন করে।

দেশজুড়ে বিভিন্ন রোমান ক্যাথলিক যাজকপল্লীর মিছিলের ঐতিহ্যকে অব্যাহত রাখলেও সবচেয়ে বড়টি হয় রাজধানী শহরের কেন্দ্রস্থলে স্বাধীনতা স্কোয়ারের পূর্ব প্রান্তে অবস্থিত নিষ্কলুষ ধারণার ক্যাথেড্রালে। কোভিড-১৯ মহামারী শুরুর পর এই প্রথম বছর এভাবে ব্যক্তিগতভাবে উদযাপন করার অনুমতি দেওয়া হয় যেখানে যাজকপল্লীবাসী, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রথা অনুযায়ী একটি ত্রিনিদাদ সামুদ্রিক স্কাউটস, গার্ল গাইডস এবং কাব স্কাউটের বিভিন্ন দলের সংগঠিত অনার গার্ডের একটি বিশাল জনসমাগম ছিল।

আর্চবিশপ জেসন গর্ডন ক্যাথেড্রালের সামনের অংশে পবিত্র মাস  উদযাপিন করেছেন। অনুষ্ঠানের পরে আশীর্বাদপুষ্ট স্যাক্রামেন্টটি মনস্ট্রেন্সে রেখে অনুসারীদের নাচ, গান ও জপমালা পাঠসহ পোর্ট অফ স্পেনের রাস্তায় রাস্তায় পরিবহন করা হয়

কর্পাস ক্রিস্টি ত্রিনিদাদ ও টোবাগোতে একটি ঐতিহ্যবাহী রোপণের দিন বলে ক্যাথেড্রালে ফিরে আসার সময় অংশগ্রহণকারীদের গাছের চারা উপহার দেওয়া। দিনটি শুধু দেশের বর্ষাকাল শুরুর সাথে মিলে যাওয়া ছাড়াও বলা হয়ে থাকে এই দিনে রোপণ করা যেকোনো কিছু সমৃদ্ধ হয়।

বাম থেকে ঘড়ির কাঁটার দিকে: পোর্ট অব স্পেনের নিষ্কলুষ ধারণার ক্যাথেড্রা্লের সম্মুখভাগ; ফাতিমা কলেজের সাথে সংযুক্ত ১১তম ত্রিনিদাদ সামুদ্রিক স্কাউটের সদস্যরা ক্যাথেড্রালের প্রবেশদ্বারের উভয় পাশে।

উপরে বাম থেকে ঘড়ির কাঁটার দিকে: ধর্মীয় মিছিলটি পোর্ট অব স্পেনের নিষ্কলুষ ধারণার ক্যাথেড্রা্লের সামনের দিকে প্রবেশ করে; ভ্যাটিকান সিটির পতাকার পাশে দাঁড়ানো একজন সামুদ্রিক স্কাউট; রাস্তার মিছিল শুরুর সময় আশির্বাদপুষ্ট স্যাক্রামেন্ট নিয়ে একটি চাঁদোয়ার নীচে আর্চবিশপ জেসন গর্ডন; নিষ্কলুষ ধারণার কলেজের সাথে সংযুক্ত দেশের প্রাচীনতম দল ১ম ত্রিনিদাদ সামুদ্রিক স্কাউট্সের এর সদস্যরা।

উপরে বাম দিক থেকে ঘড়ির কাঁটার দিকে: মিছিলটি শহরের কেন্দ্রস্থলে ব্রায়ান লারা প্রমেনেড ও হেনরি সেন্টের উপর দিয়ে যায়; মিনিস্টার ও বেদী সেবকরা শোভাযাত্রা ক্রুশ বহন করছে; দেশের কিছু রোমান ক্যাথলিক মাধ্যমিক বিদ্যালয়ের ফুলওয়ালা মেয়েরা হাঁটতে হাঁটতে গোলাপের পাপড়ি ছিটাচ্ছে; ভ্রাম্যমাণ আশীর্বাদপুষ্ট সাক্রামেন্ট; আরো বেদী সেবক।

মাথায় প্রাণবন্ত ওড়না পরিহিত একজন নারী মিছিলে চলার সময় গান গাইছেন৷

উপরে বাম দিক থেকে ঘড়ির কাঁটার দিকে: ঘোড়সওয়ার পুলিশ কর্মকর্তারা মিছিলের দিকে তাকিয়ে আছে; চীনাশহরের প্রবেশদ্বার; অন্য ক্যাথলিক গির্জা পবিত্র রোজারির বাইরের অংশ; পোর্ট অব স্পেনের পূর্ব শুকনো নদীর সীমানাস্থ পিকাডিলি সড়ক; অল স্টার স্টিল অর্কেস্ট্রার বাসস্থান, নদীর ওপার থেকে নেওয়া ছবি।

পুলিশ সদস্যরা পিকাডিলি সড়কের কোণে একটি সুন্দর নতুন করে সাজানো বাড়ির সামনে মিছিল আসার জন্যে অপেক্ষা করছে।

বিশাল মিছিলটি শহরের পূর্ব দিকে পিকাডিলি সড়ক প্রদক্ষিণ করছে।

পোর্ট অব স্পেনের নেলসন সড়কের পাশে একটি আবাসন সম্প্রদায়ের দেওয়ালে হেলে পড়ে থাকা একটি পরিত্যক্ত কেনাকাটার ঝুড়ি৷

উপরে থেকে ঘড়ির কাঁটার দিকে: একটি সাধারণ শহুরে শুকনো পণ্যের দোকানের একটি যার ঠিক উপরে থাকেন ব্যবসার মালিক; এমন অন্য একটি কাঠামো, নীচে থেকে নেওয়া ছবি; দেশের প্রাচীনতম ও সবচেয়ে সম্মানিত স্টিলব্যান্ডগুলির একটি ডেসপারেডোস স্টিল অর্কেস্ট্রার নতুন বাড়ি; নিষ্কলুষ ধারণার ক্যাথেড্রালের পিছনের দৃশ্যে সেন্ট জোসেফের একটি মূর্তি।

ডান থেকে ঘড়ির কাঁটার দিকে: মিছিলের পরে ক্যাথেড্রালের ভিতরে; ক্যাথেড্রালের বাহ্যিক সৌন্দর্যের ছবি।

মাসের পর বিতরণ করা এক কাপ চারা।

Exit mobile version